আমাদের কথা খুঁজে নিন

   

Don't cry Argentina

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।

কয়েকদিন আগে ব্রাজিলের কাছে নিজেদের মাটিতে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপের মূলপর্বে যাওয়া অনিশ্চিত হয়ে গেছে। এতে অনেক আর্জেন্টাইন ভক্তরই মন খারাপ হয়েছে। অর্জেন্টিনার মাটিতে দুয়ো শুনতে হয়েছে কোচ ম্যারাডোনাকে। আমার এক হার্ডকোর আর্জেন্টাইন সাপোর্টার বন্ধু হেভি ক্ষেপেছে আরেক বন্ধুর এক বিখ্যাত ডায়ালগ এর জন্য। ফেসবুকে সংঘঠিত এই ডায়ালগ এবং এরপর বন্ধুর প্রতিক্রিয়া তুলে ধরছি আপনাদের সামনে: ডায়ালগ: "আর্জেন্টিনা একের পর এক পিলার গেড়ে যাচ্ছে। এক একটা পরাজয়, তাদের জন্য এক একটা প্রেরনা। সঞ্ছিত প্রেরনা থেকেই জন্ম নেয় নতুন একটি পরাজয় ! পরাজয়ের গ্লানি আর কত ? একবারও কি তোদের, জয়ের স্বাদ পেতে ইচ্ছা করে না ?..." প্রতিক্রিয়া: ১/ tor ki screw dhila hoia gese? ২/ সামনে পাইলে পুইতা ফেলতাম........ ৩/ Just কোপামু বুজছস?...ভাল হইয়া যা...ভাল হইতে পয়সা লাগে না...... ৪/ এই যে...আরেকটা আইছে.........ময়না, তোরেও কোপামু...আর বাকিগুলারে গাইরালামু......Just একবার দেশে আইয়া লই...... ৫/ rakib...bhalo hoia jao bujhla..ekhono shomoy asey.. ৬/ ami je tore ki korum ..... just ekbar deshe aisha lo... যাই হোক, তাকে এখনো ক্ষ্যাপানো হচ্ছে এবং হবে। দেখি পরবর্তী ডায়ালগগুলো আপডেট করা যায় কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।