মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
বাজার ঘুরে দেখা দিয়েছে নোকিয়ার উচ্চমুল্যের সেটগুলোর তুলনায় তুলনামূলক সাশ্রয়ী সেটগুলোর বিক্রি বেড়েছে। আগের মডেলগুলোর দাম কিছুটা কমলেও নতুন সেটগুলো একই দামে বিক্রি হতে দেখা গিয়েছে।
আসুন এই পর্বে দেখে নেই ফেব্রুয়ারি মাসের নোকিয়া সেটগুলোর বাজারদর
নোকিয়া ১০৩- ১,৫০০ টাকা
নোকিয়া ১০১ - ২,৫০০ টাকা
নোকিয়া এক্স১-০১ - ২৯৯৫ টাকা
নোকিয়া ১১০ - ৩,৭০০ টাকা।
নোকিয়া সি২-০৫ - ৫,৩০০ টাকা।
নোকিয়া সি২-০১- ৬,১৫০ টাকা।
নোকিয়া আশা ২০০ - ৬,৭৫০ টাকা।
নোকিয়া আশা ৩০৫- ৬,৮০০ টাকা
নোকিয়া আশা ৩০৬- ৭,৩০০ টাকা
নোকিয়া আশা ৩১১ - ১০,৭০০ টাকা
নোকিয়া লুমিয়া ৬১০ - ১৪,০০০ টাকা
নোকিয়া লুমিয়া ৭১০ - ১৮,৫০০ টাকা
নোকিয়া লুমিয়া ৮০০ - ২৫,০০০ টাকা।
নোকিয়া লুমিয়া ৮২০- ৩৮,৫০০ টাকা
নোকিয়া লুমিয়া ৯০০ - ৪৩,৫০০ টাকা।
নোকিয়া লুমিয়া ৯২০- ৫২,৫০০ টাকা।
নোকিয়া ৮০৮- ৫১,০০০টাকা
স্থান ও সময়ভেদে মুল্য পরিবর্তনশীল। সেটগুলোর বিস্তারিত বর্ণনা নিয়ে ধারাবাহিক পোস্টের জন্য মোবাইল খুঁটিনাটির সাথেই থাকুন।
এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে।
এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।