পরিবর্তনের জন্য লেখালেখি
ছবিওয়ালা, ছবিওয়ালা, একটি ছবি চাই
দাও না এনে , হারালো কই আমার ছোট্ট ভাই?
জেগে জেগে স্বপ্ন দেখি ভাইয়ের দুটো হাত
খাবার মেখে বসে থাকা মন খারাপের রাত
বাবার চোখে সামান্য রাগ মায়ের চোখে মায়া
পুকুর পাড়ে ইতস্তত আমার হেটে যাওয়া
চুপটি করে লুকিয়ে এনে মান ভাঙানোর খেলা
ঘুড্ডি নাটাই , লাটিম খেলে বয়েই গেলে বেলা
ছবি ওয়ালা, ছবিওয়ালা, একটি ছবি চাই
দাও না এনে, কই হারালো আমার ছোট্ট ভাই?
বর্ষা এসে পাড় ডুবোলে শাপলা শালুক খুঁজে
দুপুর বিকেল কাটাতে নেই , ভাই কি আমার বুঝে ?
হাওড় যখন সমুদ্র হয় , পানকৌড়ি মাতে
ভাই ও আমার ছিটপানা হাঁস, খেলছে মাছের সাথে
বাবায় ডাকে, বকলে মায়ে , আমার আঁচল ছুয়ে
কাশের বনে লুকোনো চাই মাটির পরে শুয়ে
আবার দেখো মেঘের মতন উড়বে বলে ডানা
ছাড়াই ভাইয়ে ঝাপিয়ে পড়ে , কে শোনে কার মানা?
জোছনা ভরা উঠোন যখন মায়ের হাতের পুলি
ভাই তখনো আমার কোলে , ঠাকুর মায়ের ঝুলি
ছবি ওয়ালা , ছবি ওয়ালা , একটি ছবি চাই
আমার ভাইয়ের ছবি খানা বল না কোথায় পাই?
খেলার ছলে ঢেউয়ের তালে ভাই যে আমার গেলো
বছর ঘুরে নাও বাঁধি আর শুধাই কেউ কি পেলো ?
সেই যে বছর বানভাসিতে ভাসলো হাওড় নদী
সেই বছরে ভাই গেলো মোর , তার দেখা পাও যদি
একটু তারে বলবে তুমি ? দিদির অনেক মান
সব রয়েছে পড়শী তবু বাড়িটা সুন সান
বাবায় এখন রাগ করে না , মা থাকে চুপচাপ
জলের তোড়ে সব গিয়েছে , মোছেনি তার ছাপ।
ঘুড্ডি নাটাই সবই আছে , লাল রাঙা সেই পিরাণ
কেবল আমার ভাই না এলে , বিরাণ সবই বিরাণ !
ছবি ওয়ালা, ছবিওয়ালা , একটা ছবি চাই
হাজার ছবির মুখের ভিড়ে ভাইয়ের ছবি নাই?
( ছবির জন্য কৃতজ্ঞতা ফায়সাল আকরাম ইথারের যে কিনা অদূর ভবিষ্যতে একজন বিশ্ববিখ্যাত ছবিওয়ালা হবে । তার অনেক ছবির আমি মুগ্ধ দর্শক । শিক্ষানবীশকালেই এই ভাইটার কিছু ছবি নজরকাড়া সুন্দর। আমি অবশ্য বুঝি কম , তবু ভালো লাগে দেখতে । ফেসবুকে ওর টাঙ্গুয়ার হাওড় এর ছবি দেখতে দেখতে মনে পড়লো আমার চেনা হাওড়ের কথা , হারিয়ে যাওয়া কোন শিশুর কথা যার মত অনেক শিশুর ছবি কেবল তার আপন জনের মনেই গাঁথা । এই কবিতা লেখার সময়টুকু যেই ব্লগাররা ধৈর্য্য ধরে ছুটি দিয়েছেন তাদের কৃতজ্ঞতা আর আনিকাকে বিশাল ধন্যবাদ কষ্ট করে অনুমতি এনে দেওয়ার জন্য । )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।