আমি জানি এ আমারই জল মাটি হাওয়া। মেরুতে ফাটছে গ্লেসিয়ার
তার তোড়ে ভেসে যাবে বঙ্গপোসাগর। ভেসে যাবে জেলে নৌকা
জেলিফিস,তারা মাছ,আদিবাসী,আদি প্রেম,যৌনতা,জড়তা সব।
যেন নুহ নবী আবারো ভাসাবেন কিশতী পানির পাহাড়ে।
মাটি শূন্য,বৃক্ষ শূন্য জোড়া জোড়া প্রাণী আর নিঃসঙ্গ বিশাল আকাশ।
তন্দ্রাচ্ছন্ন ভূমিশয্যা ছেড়ে পুনর্বার জেগে উঠবে আসহাবে ক্বাহাফ
জেগে উঠবে চূড়াগুলো,পায়রাগুলো,জেগে উঠবে চিমনী আর ধোঁয়া।
আপাত সরল মানুষেরা পুনর্বার জটিলতা সর্বাঙ্গে জড়াবে। কৃত্রিম
পাথরে লেখা হবে নাম। জল পাথরে লাফিয়ে পড়বে সোনামাছ।
অতীত ফুঁড়ে অর্কেস্ট্রার দাঁত বসাবে একতারা হাতে কোনো বাউল।
লালনের হাসনের সহজিয়া সুর যাবে ভেসে-
"খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়..."
"জগত ভরমিয়া দেখি একই মায়ের পুত...."
স্বপ্নাচ্ছন্ন কোনো পাথরের তলদেশ থেকে জেগে উঠবে
নারীর ধবল স্তন,পুরুষের নীল ঘোড়া। অবিমিশ্র রঙে,রেখায়
সবুজের বর্ণাভাস,প্রত্যাবর্তনকারীদের মুখ ক্রমশই রূপ পাবে
একটি মুগ্ধ ইতিহাসে।
স্বাতন্ত্র্যের দিকে ক্রমশ এগিয়ে যাবে ব-দ্বীপবাসিরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।