মগ্নতা ছাড়া
আইজকা দুপুরে সাইফুর রহমান নামে আমাগো দেশের জনৈক প্রাক্তন অর্থমন্ত্রী এবং বিএনপির এক বয়োবৃদ্ধ রাজনীতিবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। হাসপাতালে তাঁর যে ছবি চ্যানেলগুলোতে দেখান হইসে তা ভয়াবহ, বিশেষত পানিতে ডুবনের ফলে হয়তোবা ঠোঁট চুইয়ে পানি পড়তেসিল থেকে থেকে, সেই দৃশ্য দেইখা বৃদ্ধ লোকটার জন্য যে কারুই খারাপ লাগনের কথা। থাক। কারু কারু আনন্দ লাগলেও লাগতে পারে ঐ দৃশ্য দেইখা। সেই ব্যক্তিগত আনন্দ লই আমার কুনো কথা নাই।
তারা দরকার হৈলে এই দৃশ্য দেইখা তুরিয়ানন্দ ভোগ করুক।
কথা হইল: কিছু ব্লগার তার মৃত্যুর পর তারে শুয়োর আর গরু ইত্যাদি অভিধায় অভিহিত কইরা মনের সুখে আনন্দ প্রকাশ করতেসিল। যথা: হাসান বায়েজিদ নামে এক ব্লগার লিখিয়াছেন, সাইফুরের মূল্য একটি গরুর চেয়েও কম!- নামে রূপক রূপকথা। টোনা নামে এক ব্লগার তারে শুয়োর অভিহিত কইরা রীতিমত বিখ্যাত হৈ গেছেগা। মানলাম।
আবার দেখা গেল কিছু ব্লগার টোনা আর হা-বা ভাইরে সমর্থন করবার লাইগ্যা হাজির হৈ গেছেগা এটা কইয়া যে, মানুষ মরলেই হে সাধু হৈ যায় না। তারে সমালোচনা করার অধিকার যে কারুর থাকপে। গুড।
কথা হৈল: সমালোচনা= গালি তথা শুয়োর এবং গরু ইত্যাদি অভিধা- ইটি কোত্থে পাইসেন?
ওখে। মাইনা লইতে আমার কুনো আফসুস নেই।
শুয়োর আর গরু নয়, চাইলে চাইলে কুত্তা ছাগল বেজন্মা এইরম আরো কিছু কৈতে পারেন। তয় এইসব গালি= সমালোচনা সবার ক্ষেত্রে হজম করতে পারবেনতো ব্লগার সকল?
ধরা যাক, টোনা বা হা-বা সাহেব শুয়োর এবং গরু অভিধা দিয়া গাইল্লাইসে। এর লাইগ্যা আমি কইতাসি না যে, টোনারে বা হা-বারে উপযুক্ত সমালোচনার জন্য শুয়োর আর গরু ডাকন লাগবো । তাগোরে নাই ডাকলাম। কিন্তু কারে এইরম অসাধারণ সমালোচনার উপযুক্ত মনে করুম? দেখা যাক, উনারা কারে সমালোচনা করসে:
সাইফুর সাহেব বঙ্গদেশের একজন মানুষ
তিনি একজন রাজনীতিবিদ
তিনি ব্যাপক নিন্দিত এবং নন্দিত দুটোই।
তিনি বর্তমানে বাঁইচা নেই।
স্রেফ এইসব ক্রাইটেরিয়াগুলান মিললে তাগোরে শুয়োর আর গরু বইলা সমালোচনা করন যাইবো? নাকি আরো কিছু লাগবো? মানে ব্লগারসকল আর কি কি লাগবো বইলা মনে করেন কনতো?
ধরেন কেউ রূপকথা লিখিতে চাহিয়াছিল: মুজিবুরের মূল্য একটি গরুর চেয়েও কম! এণ্ড/অর বঙ্গবন্ধু একখান শুয়োর আছিল। কিব্রিয়া মরার কারণে এক পিচ শুয়োর কমসে। এইসব আরকি। হবে?
নাকি আরো কিছু শর্ত লাগপো।
এই যেমন ধরেন ঐ মরা ব্যক্তিটা বিম্পি হৈতে হৈবো। নাকি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।