আমাদের কথা খুঁজে নিন

   

প্রবীন নেতা সাইফুরের প্রতি হাজারো মানুষের শ্রদ্ধা : দলীয় কার্যালয়ে জানাযা শেষে অশ্রুসিক্ত বিদায়

zahidmedia@gmail.com

রোববার প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। গুলশান আজাদ মসজিদ, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং সংসদ ভবনের সাউথ প্লাজায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। প্রতিটি জানাযায় রাজনৈতিক নেতা-কর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ যোগ দেয়। রোববার সকাল ১০ টায় শেষ বারের মতো সাইফুর রহমানের মরদেহ আনা হয় গুলশানে তার বাড়ি জালালাবাদ হাউজে। আত্মীয় স্বজন এবং তার নিকটজনেরা সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান।

বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ নেয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে প্রথম জানাযায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। এতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি আনিসুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা অংশ নেন। সাইফুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রোববার থেকে তিন দিনের শোক কর্মসূচী পালন করছে বিএনপি।

এ সময়ে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। রোববার নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বর্ষীয়ান এ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের হাজার হাজার জনতা। ১২টার দিকে শেষ বারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হয় দলের এ প্রবীণ নেতাকে। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাযা। নয়া পল্টনে সাইফুর রহমানের মরদেহ নেয়ার পর দলীয় পতাকায় আচ্ছাদিত করা হয় সাইফুর রহমানের কফিন।

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সাইফুর রহমানের কফিন সবার জন্য উন্মুক্ত করা হলে অনেক নেতা-কর্মী চোখের পানি ধরে রাখতে পারেনি। অনেককেই ফুপিয়ে কাঁদতে দেখা যায়। পরে বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান দলের মহাসচিব। এরপর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তার এমন শেষ বিদায়ে দীর্ঘ দিনের সহকর্মীরা অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।

জাতীয়তাবাদী ওলামা দলের নেতা হাফেজ আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, খন্দকার মোশাররফ হোসেন, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, মির্জা আববাস ও নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, গিয়াস উদ্দিন কাদেও চৌধুরী, আবদুস সালাম, বরকতউল্লাহ বুলু প্রমুখ। খেলাফত মজলিসের আমির আব্দুর রব ইউসুফি, ইসলাম ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, মুসলিম লীগের নেতা নূরুল হক মজুমদার, এনডিপি নেতা গোলাম মর্তুজাও জানাজায় অংশ নেন। জাতীয় সংসদে ৪ বার নির্বাচিত হয়েছিলেন সাইফুর রহমান। এ সংসদে দাঁড়িয়েই দেশের ইতিহাসে সবচেয়ে বেশী ১২ বার বাজেট ঘোষণা করেছেন তিনি। দুপুর আড়াইটায় সেই সংসদ ভবনের সাউথ প্লাজায় তৃতীয় নামাজে জানাযা।

অংশ নেন তার দীর্ঘ দিনের সহকর্মীরা। জানাযা পড়ান জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ঈমাম মাওলানা আবু নাইম মোঃ ইব্রাহিম। এতে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা মন্ত্রী নুরুল ইমলাম নাহিদ, স্পিকার এড. আবদুল হামিদ খান, চিফ হুইপ উপাধ্যাক্ষ আবদুস শহীদ, কাদের সিদ্দিকী এমপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, বিএনপি নেতা মীর নাসির, বিরোধী দলের চিফ ইপ এড. জয়নুল আবেদিন ফারুক, তোফায়েল আহমেদ, খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, মোসাদ্দেক আলী ফালু, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এস এ খালেক প্রমুখ। জানাজা শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে চীফ হুইপ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধী চীফ হুইপ ও জাতীয় সংসদের স্পীকার, পার্লামেন্ট মেম্বার্স ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ, জাগপা, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাইফুর রহমানের কফিনে। পরে তাঁর মরদেহ আবার নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালের মরচ্যুয়ারিতে।

সোমবার সকালে সাইফুর রহমানের মরদেহ সিলেট নিয়ে যাওয়া হবে। সিলেট শাহী ঈদগাহে জানাযা হবে দুপুর ১টায়। এরপর মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আসর নামাজের পর শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর শৈশব কৈশোরের স্মৃতিময় চির চেনা গ্রাম বাহারমর্দানে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যুর শিকার সাইফুর রহমান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.