ভালোবাসা দিয়ে,ভালোবাসা পেতে চাই
গত শনিবার মোড়ক উন্মোচিত হল এ প্রজন্মের তরুণ লেখক আল নাহিয়ান এর প্রথম বই "সাইলেন্ট কল"। মোড়ক উন্মোচন করেন উন্মাদ এর সম্পাদক আহসান হাবীব। এ ছাড়াও এ সময়ে উপস্থিত ছিলেন ছড়াকার জগলুল হায়দার, আবৃত্তিশিল্পী বোরহান মাহমুদ, তৌহিদুল ইসলাম, সাখাওয়াত ফয়সাল, সাইফুল্লাহ পায়েল, সাইদ মিলকী, নাজমুল হুদা রতন, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, সৈয়দ খালেদ সাইফুল্লাহ, আসিফ মেহদী,মোরশেদ মিশু। আল নাহিয়ান লেখালেখি করেন অনেক আগে থেকেই। তিনি বেশ কিছু পত্রিকা সম্পাদনা করেন,ছড়া লেখেন।
উপস্থাপনায় অর্জন করেছেন স্বর্ণপদক। গল্পকার হিসেবে আত্মপ্রকাশ ঘটালেন সাইলেন্ট কল এর মাধ্যমে।
সাইলেন্ট কল বইটিতে মোট গল্প রয়েছে সাতটি-কম্পোজিটর,তুতুন,ক্যামেরা,ব্রেকিং নিউজ,মিথ্যা,রোদেলা এবং সাইলেন্ট কল।
কম্পোজিটর গল্পটির কেন্দ্রীয় চরিত্র খলিল তরফদার। গল্পটিতে একজন কম্পোজার এর সাধারণ জীবন সংগ্রামের কথা ফুটিয়ে তুলেছেন লেখক।
খলিল তরফদার তার চারপাশ সম্পর্কে খুবই সচেতন। লেখকের ভাষায়,"হাতে মাখানো ভাতের লোকমার মত নিজের মুঠোয় পুরে রাখেন এই এলাকার সমস্ত খবর"। গল্পটি প্রেসক্লাব এলাকার একটি দোকানের ঘটনাকে কেন্দ্র করে শেষের দিকে এগিয়ে গিয়েছে।
তুতুন,চোখে পানি চলে আসার মত একটি গল্প। বলাবাহুল্য গল্পের কেন্দ্রীয় চরিত্র তুতুন।
তুতুন মনে করে,হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চুল পড়তে শুরু করলে রোগী বেশিদিন বাঁচে না। মায়ের প্রতি সন্তানের তীব্র ভালোবাসার কথা ফুটে উঠেছে গল্পটিতে। শেষের দিকে ভালোবাসা হার মেনে যায় বাস্তবতার কাছে।
ক্যামেরা। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই গল্পটা।
গল্পটিতে একজন তরুণ ফটোগ্রাফারের কথা,ফটোগ্রাফির প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন লেখক। একই সাথে একজন নারীর ভালোবাসার কথা এবং বন্ধুত্বের মধুর সম্পর্কের কথা লেখক ফুটিয়ে তুলেছেন একজন দক্ষ চিত্রকরের মত।
ব্রেকিং নিউজ গল্পটিতে প্রথম দিকে স্বপ্নভাঙা একজন পিতার নিজের সন্তানকে নিয়ে দেখা স্বপ্নের কথা বর্ণনা করা হয়েছে। মাঝ বরাবর দেখা যায় ব্রেকিং নিউজের ব্যবহারিক অর্থের জায়গায় শাব্দিক অর্থ নিয়ে দ্বন্দ। শেষের দিকে হতাশ পিতার নিশ্চুপ প্রস্থান।
মিথ্যা গল্পে অভাব অনটনের মধ্যে বড় হওয়া একজন মধ্যবয়স্ক লোকের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র বাবু যিনি বাজি রতে খুব ভালোবাসেন। মিথ্যার বলার কারণে শেষের দিকে বাবুর একাকী করুণ মৃত্যু ঘটে।
একজন সন্তানের সাথে পিতার দেখা করার একমাত্র মাধ্যম যখন স্বপ্ন হয় তখন তা কেমন হয়?এরকমই একটা স্বপ্নের কথা রয়েছে রোদেলা গল্পটিতে।
একজন মা'র কাছে সবচেয়ে আপন কে? অবশ্যই তার সন্তান।
সেই সন্তান যখন মা কে ছেড়ে দূরে পারি জমায় তখন মা'র যে কষ্ট হয় তার কথা ফুটিয়ে তোলা হয়েছে টাইটেল গল্প সাইলেন্ট কল এ। অবশেষে মায়ের অভিমানের কাছে কি মাতৃত্বর বাঁধনের জয় হয়েছিল??এটা জানতে হলে আপনাকে পড়তে হবে সাইলেন্ট কল।
সাইলেন্ট কল এর ফেসবুক ফ্যান পেইজ: https://www.facebook.com/SilentCall.book
বইটি পড়লে সবার ভালো লাগবে আশা করি। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় সাহস প্রকাশনি(ষ্টল ১০৩) এ।
sb]আল নাহিয়ান বিশ্বাস করেন একটা কলম বুলেটের মত ছিদ্র করে দিতে পারে মিথ্যর ফুসফুস।
তার এই কলমের যাত্রা চলুক অবিরত।
আল নাহিয়ানের ফেসবুক: https://www.facebook.com/al.nahian.5 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।