বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
হুম এবার সোয়াইন ফ্লু। এমন তো অনেক গেলো.... মনে আছে........ প্লেগ, ঢোলকলমি এলার্জি, এনথ্রাক্স, বার্ড ফ্লু আরো এমন অনেক থ্রেট গিয়েছে নিকট অতীতে আমাদের পাশ দিয়ে।
তবে এবারের সোয়াইন ফ্লু একটু বেশী চাগা দিয়েছে মনে হয় আমাদের। অবশ্য এর অনেক কারণ আছে।
আগের চেয়ে এখন মানুষ অনেক বেশী সচেতন। মিডিয়ার সাথে সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো। মিডিয়াতে এগুলো নিয়ে লেখালিখি হচ্ছে আগে চেয়ে অনেক বেশি।
সচেতনতা বশতঃ এখন অনেকই রাস্তায় বা যানবাহনে মাস্ক পড়ে যাতায়াত করছেন। কয়েকদিন আগে, কোন স্কুলের বাচ্চাদের দেখলাম সবাই ড্রেসের মত মাস্ক ব্যাবহার করেছে।
হয়ত সেখানে বাধ্যতামূলক করেছে।
পুরো রাজধানীতেই দেখা যাচ্ছে এই মাস্কের ব্যাবহার। তবে দেশের অন্যান্য জেলাতে এমন এতটা ব্যাবহার হচ্ছে না। বলতে গেলে পুরো রাজধানী ঢাকা, মাস্কের নীচে ঢাকা পড়েছে। বিশেষ করে একজন সোয়াইন ফ্লু-তে মারা যাবার পর মানুষ আরো সচেতন হয়েছে।
আর সেই সুযোগে মাস্কের দামও কয়েক গুন বেড়ে গেছে।
এখন কালোবাজারীতে বেশীদামে বিক্রি হচ্ছে সোয়াইন ফ্লু-র ঔষধ বিক্রি হচ্ছে। আমরা সবাই নিয়মকানুন ঠিক ভাবে মেনে চলি এবং সুস্থ্য থাকি। তবে এখনও ব্যাপক কাউন্সিলিং প্রয়োজন জনসাধারনের মধ্যে ভীতি কাটানোর এবং উপযুক্ত জ্ঞানের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।