গুছিয়ে তুলতে পারাটাই বড় কথা!
বর্তমানে দেশে চলছে ভয়াবহ এক আতঙ্ক। সোয়াইন ফ্লু এর আতঙ্কে পড়েন নাই, এমন লোক বোধ হয় কমই। সোয়াইন ফ্লু এর আক্রমণের হাত থেকে নিজে রক্ষা পেতে আর অন্যকে রক্ষা করার জন্য বর্ত্মান পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করাই উচিত। কিন্তু এই মাস্ক পরেই, আমার হলের এক ছোট ভাই পড়লো এক বিব্রতকর অবস্থায়।
তো সেই ভাই এর কথাটা শোনেন এইবার, সকালে সে গিয়েছে কোচিং এ, তখন কোনো সমস্যা হয় নি।
ফেরার পথে বেচারা মাস্ক মুখে দিয়ে বাসে করে ফিরছে। সিট ফাঁকা পেয়ে বসেও পড়লো এক সময়। কিছুক্ষণ পরেই সে লক্ষ্য করল, তার পাশের সিটটা ফাঁকা। মানে বাসে যে বসার কেউ নেই তা না। বাসে লোক দাঁড়িয়ে আছে, তবু তার পাশের সিটে বসছে না।
কারণ, মাস্ক। সবাই ভেবেছে তার সোয়াইন ফ্লু হয়েছে। তাই তার পাশে বসে কেউ আর রোগের ভাগীদার হতে চায় না। যাক, সে তো খুব খুশী, বাসে ভীড় থাকা সত্ত্বেও সে আরামে ফিরতে পারছে।
ভেজালটা লাগলো বাস থেকে নামার পরে।
এখন তাকে ফিরতে হবে রিক্সায়। কিন্তু কোন রিক্সাই আর সেই রাস্তায় আসতে চায় না। রিক্সা পেতে এই রাস্তায় কোনদিনই সমস্যা হয় না। কিন্তু আজ হচ্ছে কেন? কারন আবারও তাই, মাস্ক!
হায়রে মাস্ক!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।