আমাদের কথা খুঁজে নিন

   

মজার ২টি ধাঁধা , বিজয়ীর জন্য ২০ টাকা মোবাইল ফ্লেক্সি পুরষ্কার। (repost)

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি

আজ রাতেই এই পোষ্টটি দিয়েছিলাম কিন্তু কোন ব্লগার পাইলাম না যে এর উত্তর দেবার সাহস করে !! মনে করলাম আমিতো এখন জেনারেল তাই হয়ত সবার নজরে পড়েনি। কিন্তু এখন ঢুকে দেখি আমি আবার নিরাপদ হইছি। তাই এইটা রিপোষ্ট। ছোটবেলায় শেখা মজার দুটি ধাঁধা দিলাম আপনাদের সমাধানের জন্য। তবে হতাশ হওয়ার কিছু নাই, নিন্মের দুইটি ধাঁধার সঠিক উত্তর যিনি ১ম দিবেন সেই ব্লগার এর জন্য আছে ২০ টাকার মোবাইল রিচার্জ।

বি.দ্র. আমি এই পোষ্ট দেবার পর থেকে কাল সকাল ১০ টা পর্যন্ত পর্যন্ত এই উত্তর দেবার সময় থাকব। কাল সকাল ১০ টা থেকে ১০.৩০ মি. এর মধ্যে সঠিক উত্তর দাতাকে নির্বাচন করব(বিদ্যুৎ থাকা সাপেক্ষে) । আর যদি কেউ ২টি ধাঁধারই সঠিক উত্তর দেন তাকে তার মন্তব্য থেকে নির্বাচিত করব। ১টি সঠিক উত্তর পুরষ্কারের জন্য গ্রহনযোগ্য নয়। >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ধাঁধা - ১ : " পাঁচ মেয়েকে তুলে দিলাম বত্রিশ ছেলের ঘাড়ে, বুড়ি মা তাকে তুলে নিল ঘরে।

" >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ধাঁধা - ২ : "ঠেসে ধরলে ভেসে ওঠে ছেড়ে দিলে যায় তলিয়ে। " >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> *শর্ত প্রযোজ্য*****যিনি পুরষ্কার লাভ করবেন তাকে আমার মেইলে তার মোবাইল নাম্বারটি মেইল করতে হবে উত্তর দেবার পর অর্থ্যাৎ ১০.৩০ থেকে কাল দুপুর ১২টার মধ্যে (আমার মেইল নাম্বার বিজয়ীর কমেন্টে দিব)। এর মধ্যে যদি মেইল না পাই তবে ঐ পুরষ্কারটি বাতিল হবে। মেইল পাবার ২ ঘন্টার মধ্যে আপনার কাঙ্খিত নাম্বারে পুরষ্কার পৌছে যাবে। ১০০ % গ্যারান্টি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.