বুকের ভেতর বহুদূরের পথ.........
এই সপ্তাহের প্রধাণ ঘটনা অবশ্যই ম্যান ইউ আর আর্সেনালের খেলা আর সেই খেলায় ডেভিলদের জিত। 'প্রত্যাশা জাগিয়ে জায়গামত ডাব্বা মারা'- গানারদের এই কাহিনী তো গত ৩ বছর ধরেই দেখতেছি। এই জন্য আর্সেনাল ৬-০ বা ৪-০ গোলে জিতলেও আমি একটুও এক্সাইটেড হইনা এখন।
লিভারপুল অল্পের জন্য বাঁইচা গেছে, বোল্টনের একটা প্লেয়ার যদি লাল কার্ড না খাইতো তয় খবর আছিলো। চেলসী মনে হইতাছে আবার মরিনহোর জামানায় ফেরত যাইতাছে, 'দে প্লে আগলি বাট উইন অ্যাট দি এন্ড'।
(যদিও মাঝখানে যে খুব সুন্দর ফুটবল খেলছে তা না কিন্তু ধারাবাহিক ভাবে জিতাটা মিসিং আছিলো) দ্রগবা আর আনেলকার জুটিটা জইমা গেছে।
ম্যান সিটি আর টটেনহ্যাম জিতেই চলেছে। তবে এই সপ্তাহে জিতছে কোতাইয়া কোতাইয়া। সামনের উইকেই যে কোন একজনের ধপাস হওনের জোর সম্ভাবনা। ম্যান সিটির খেলা আর্সেনালের সাথে আর মডরিচরে ছাড়া টটেনহ্যাম কেমন খেলে তা দেখার বিষয়।
সেরা গোল
বোল্টনের সাথে ম্যাচে লিভারপুলের ৩টা গোলই দেখার মত ছিলো তবে স্টিফেন জেরার্ডেরটাই মনে হয় সেরা (শেষের গোলটা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।