আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
পেটের পিড়ায় আক্রান্ত এক ব্যক্তি মা কালির চরণে পুজা দিয়ে তার রোগ সারিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বললেন, মা! তুমি যদি আমার পেটের ব্যাথা সারিয়ে দাও তাহলে আমি তোমার চরণে একটা পাঠা বলি দেব। মা কালি তার কথায় সন্তুষ্ট হলেন, সারিয়ে দিলেন তার রোগ। কিন্তু, লোকটি বেলামুল তার প্রতিশ্রুতি ভুলে গেল। এক রাতে স্বপ্নে মা কালি তাকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতেই লোকটি কাচুমাচু করে বলল, মা! আমি খুব গরীব মানুষ, পাঠা কেনার মত কোন সামর্থ আমার নেই। তুমি বললে আমি তোমার চরণে একটি মুরগী বলি দিতে পারি।
মা তাতেই সন্তুষ্ঠ হয়ে বললেন, তাই দিস। আবারও প্রতিশ্রুতি ভোলার পালা। আরো একবার স্বপ্নে মাকালি লোকটিকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন। এবার লোকটি বললো, মা! আমার ঘরে চাল কেনার টাকা নেই, মুরগী কিনব কি দিয়ে! তার চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে আমি তোমাকে একটা ঝিঝি পোকা ধরে দেব। মায়ের বদান্যতা বলে কথা! তিনি তাতেই রাজি হয়ে গেলেন।
এবার একমাস পার হয়ে গেলেও মাকালি লোকটির প্রতিশ্রুত ঝিঝি পোকা ভেট পেলেন না। তিনি আরো একবার স্বপ্নে লোকটির সামনে হাজির হলেন। এবার লোকটি মাকালিকে পাল্টা প্রশ্ন করে বললেন, মা তুমি আমার কি উপকার করেছো। মা বললেন, আমি তোর পেটের জটিল রোগ সারিয়ে দিয়েছি। সাথে সাথে লোকটি বললো, এত বড় একটা রোগ তুমি সারিয়ে দিলে আর সামান্য একটা ঝিঝি পোকা ধরে খেতে পার না।
ছাত্রলীগের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশের পর গল্পটা মনে পড়ে গেল। শুধু প্রধানমন্ত্রী নন, সরকারের সাথে যুক্ত ব্যক্তিরা দেশের দৈন্যদশা নিয়ে মাঝেমধ্যে এমন মানুষ ভোলানো বক্তব্য প্রদান করে চলেছেন। তাদের ভাবটা এমন যে, দলীয় লোকদের এই সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি নতুন কোন ঘটনা এবং এটা তারা রোধ করতে চান। আসলে চান কিনা তা নিয়ে ব্যপক সন্দেহ রয়েছ। সে কারণেই মা কালির কাছে যেয়ে রোগ সারানোর ফর্মুলার কথা মনে পড়ে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।