আমাদের কথা খুঁজে নিন

   

মোটা হওয়ার কারণ-ধূমপান



মোটা হওয়ার কারণ-ধূমপান একটি সমীক্ষায় দেখা গেছে টিনএজার মেয়েরা যারা ধূমপানে আসক্ত তাদের মোটা হওয়ার সম্ভাবনা খুব বেশী৷ তারা যত প্রাপ্ত বয়স্ক হতে থাকে তাদের মোটা হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে৷ সমীক্ষা জানাচ্ছে যেসব টিনএজাররা দিনে কমপক্ষে 10 টি সিগারেট পান করে থাকেন তারা ধূম পান করেন না এমন টিনএজারদের তুলনায় অনেক বেশী মোটা হয়৷ শরীরের অন্যান্য অংশ ছাড়াও পেটের অংশ বেশী বৃদ্ধি পায়৷ দেখা গেছে তাদের কোমর সাধারণের থেকে কমপক্ষে প্রায় 1.34 ইঞ্চি বেশী হয়৷ 2278 জন মহিলা এবং 2018 জন পুরুষকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে৷ কিছু ক্ষেত্রে দেখা গেছে কম বয়সী ছেলে মেয়েদের মোটা হওয়ার পেছনে গেনেটিক ফ্যাক্টরও কাজ করে৷ অর্থাত তাদের বাবা-মায়েরা কম বয়সে ধূমপানে আসক্ত থেকে থাকলে তার প্রভাব তাদের ছেলে মেয়েদের ওপরে পড়ে৷ ধূমপানের আসক্তি অনেক সময় জিন বাহিতও হয়ে থাকে৷ যাদের নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল তাদের মধ্যে যারা তাদের টিন-এজে নিয়মিত ধূমপান করতেন পরবর্তী কালে তারা সেই অভ্যাস ত্যাগ করলেও তাদের বয়স বাঁড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা দেখা গেছে৷ কিন্তু প্রশ্ন জাগে, মেয়েদের ক্ষেত্রে মোটা হওয়ার প্রবণতা বেশী কেন হয়? গবেষকদের মতে এর পেছনে মহিলা হরমোনের ভূমিকা থাকতে পারে৷ কারণ তামাক মহিলা হরমোনের ওপরে যে প্রভাব ফেলে তার ফলে মহিলারা ধূম পান করলে পুরুষদের তুলনায় বেশী মোটা হয়ে যায়৷ আর এর প্রভাব বেশী দেখা যায় মহিলাদের শরীরের মধ্যবর্তী অংশে৷ ধূমপানের অভ্যাস ত্যাগ করার সঙ্গে পুরুষ এবং মহিলা নির্বিশেষে মোটা হয়ে যাওয়ার কারণ হিসাবে বিশেষজ্ঞদের ব্যাখ্যা হল তারা ধূমপানের অভ্যাস ত্যাগ করলে ধূমপানের বদলে তাদের মধ্যে খাবার খাওয়ার ইচ্ছা বেড়ে যায়, ফলে অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে তারা মোটা হতে শুরু করে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।