তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
আমি Somewhere in blog খুব বেশি দিন ধরে পড়ি না। কিন্তু এর অনেক বড় ফ্যান। প্রথম প্রথম যখন অন্যদের এই ব্লগ পড়তে দেখতাম,তখন ভাবতাম এটা তাদের নতুন নেশা। কয়েক দিনেই কেটে যাবে। কিন্তু তার কোনই লক্ষণ যখন দেখলাম না,তখন ভাবলাম আসলে এর মধ্যে এমন কি আছে যার কারণে কেউ পড়া ছাড়তে পারে না!!!!!!!!!!
আমার প্রথম পড়ি (Somewhere in blog) নাফিস ইফতেখার এর ওপেন সোর্স এর ব্যাপারে লেখা একটি আর্টিকেল।
আমি ওটা পড়েই অবাক!! কারণ,আমার চারপাশের অধিকাংশ মানুষ এমন প্রকৃতির যে তারা নিজে যা জানে তা নিয়ে বাহাদুরি করে,অন্য কাউকে জানানো বা শিখানো তো অনেক দূরের কথা। তাই যখন কাউকে বিনা স্বার্থে সবাইকে কিছু জানাতে আর শিখাতে দেখলাম তখন আমার অনেক ভাল লাগলো।
এভাবেই আমার ব্লগ দেখা শুরু। ধীরে ধীরে এখন নিয়মিতই আমি এটা করি। বলা যায়,এটা আমার প্রিয় শখের একটা তে পরিণত হয়েছে।
আরো অনেকেই আছেন যাদের সবার নাম আমার মনে নেই, কিন্তু তাদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। আমি সেই সকল লেখকদের কে ধন্যবাদ জানাতে চাই, যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে অন্যের নানা সমস্যা সমাধানে এগিয়ে আসেন। আমি অন্যের কাছে কোন সাহায্য চাইতে অনেক লজ্জা পাই। কিন্তু আমি বলব যে, Somewhere in blog এ যে এটা করবে সেই ঠকবে। কারণ,আমার মনে হয় না এত helpful বন্ধু অন্য কোথাও পাওয়া যাবে।
আমার একটাই কামনা যে, এই পরিবেশ যেন সব সময় বজায় থাকে। আর এটাই প্রত্যাশা করি যে,কেউ কোন কিছু জানানোর আশায় যদি কিছু Share করে তো তাকে অপমান করে কোন comment করবেন না। কারণ, তার সেই Share করা বিষয়টা হয়ত আপনার আগে থেকেই জানা আছে কিন্তু অনেকেই হয়ত তা জানা নেই। ফলে সেটা কারো না কারো কাজে আসবেই। তাই উৎসাহ দেয়াটাই আমি শ্রেয় মনে করি।
দয়া করে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।