আমাদের কথা খুঁজে নিন

   

চিকনমিয়ার কোবতেটা নিজের নামে চালিয়ে দিলাম


কয়েকদিন আগে বন্ধুর সাথে চ্যাট করছিলাম। বন্ধুকে কেমন আছে জিজ্ঞেস করায় বন্ধু বলল, আর বলিস না জীবনটা বরবাদ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম কেন, কি হইছে? ও বলল ৭ দিন ধরে বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকায় পানিও নাই। গোসলও করতে পারছি না। তখন আমার চিকনমিয়ার কোবতেটা মনে পরল।

লিখে পাঠালাম কোবতেটা। রাইতে কারেন্ট থাকে না গরমে ঘুমাইতে পারিনা সকালে পানি থাকে না গোছল করতে পারি না রাস্তায় গাড়ি পাই না অফিসে টাইমমত যাইতে পারি না যাও গাড়ি পাই জামে আটকাইয়া থাকি শেষে বসের ঝাড়ি খাই কি অসাধারণ কোবতে তাই না? একেবারে জীবন থেকে নেওয়া। কোবতেটা পড়ে বন্ধুর অবস্থাতো মনে হয় হেসে লুটোপুটি। যদিও আমি সেই হাসি দেখিনি বা শুনিনি। আমাকে কি বলল জানেন? বলল, চালিয়ে যা তোকে দিয়ে হবে।

মানে ও ভেবেছে কোবতেটা আমিই লিখেছি। আমি বলিনি যে এটা আমি লিখিনি। নিরবতাই সম্মতির লক্ষণ। অর্থাৎ চিকনমিয়ার কোবতেটা অনেকটা নিজের নামেই চালিয়ে দিলাম।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।