আমাদের কথা খুঁজে নিন

   

ইংলিশ প্রিমিয়ার লীগ Week 3

বুকের ভেতর বহুদূরের পথ.........
Week ২ র আগের খেলাগুলো নিয়ে পোস্ট দিয়েছিলাম। এবার উইক এন্ডের খেলাগুলো নিয়ে কিছু কথাবার্তা বলি। (ইএসপিএন এ দেখলাম এটাকে ওরা উইক ৩ বলছে) এবারের উইক এন্ডের 'পিক' হচ্ছে ম্যান ইউর ৫- ০ গোলে উইগানকে উড়িয়ে দেয়া। রোনাল্ডো বা তেভেজ যাওয়াতে রেড ডেভিলদের যে কোনই ক্ষতি হয়নি তা যেন চোখে আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিলের স্যার অ্যালেক্স। বেশী ভাল লেগেছে বার্বাতভের গোল পাওয়া, রোনাল্ডোর করা গোলগুলো এই সিজনে ওকেই তো করতে হবে! রুনি, ওয়েন, ন্যানি- সবাই মিলে যেন জানিয়ে গেল ডেভিলদের ফায়ার পাওয়ারে কোন ঘাটতি নেই।

লিভারপুলের টাইটেল হোপ এই সিজনে একেবারেই ছিলোনা। কিন্তু ৩ খেলায় ২ হার- টপ ফোরে তারা আদৌ থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। দুই 'দুবলা' ডিফেন্সিভ মিডফিল্ডার, মাশারানো আর লুকাস, প্রিমিয়ার লীগের ফিজিকাল এনভারনমেন্টে একেবারেই বেমানান। যে কোন মাঝারি মানের দলও খুব সহজেই মিডফিল্ডের দখল নিতে পারে এদের কাছ থেকে। সেরা গোল বেশ কিছু দারুণ গোল হয়েছে।

ওয়েনের গোলটা ভাল ছিলো তবে টটেনহামের বিরুদ্ধে কার্লটন কোলের গোলটাই সেরা মনে হয়েছে। বল পেয়েই টার্ণ নিয়ে আগুন এক ভলিতে সেই গোল, গোলকিপার নড়ারও টাইম পায় নাই। অবশ্য পরে সেই কার্লটন কোলই বিপক্ষ দলের খেলোয়াড়কে (ডিফো) নিজেদের ডি বক্সে খুব সুন্দর এক পাস দিয়ে দলকে গোল খাইয়েছেন। 'হিরো থেকে জিরো' যাকে বলে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.