আমাদের কথা খুঁজে নিন

   

পিলখানা।

দিনে মোর যা প্রয়োজন, বেড়াই তারই খোঁজ করে। মেটে বা নাই মেটে তা, ভাববোনা আর তার তরে।

লজ্জা ছিঃ লজ্জা। তোমার লজ্জা, আমার লজ্জা, এ যে পুরো জাতির লজ্জা। পিলখানা, তুমি নির্মম হত্যা কান্ডের এক ভয়াল প্রতিচ্ছবি।

তোমার বুকে আজও লেগে আছে সেই শুকনো রক্তের দাগ, আজও আছে তোমার কলঙ্কিত বুকের উপর সেই শহীদ সূর্য সন্তানদের অতৃপ্ত আত্মার বিচরন। বিচারের আশায় তারা আজও ঘুরে ফেরে, কি অন্যায় তারা করেছিলো যার জন্যে সন্তানকে হতে হলো পিতৃহারা, স্ত্রী হলো বিধবা আর এক মায়ের বুক হলো খালি। বুলেটের উত্তপ্ত শিসা যেদিন তাদের বুকের উপর অসংখ্য ছিদ্র তৈরি করেছিলো, সেদিন নির্মমতাও ডুকরে কেঁদে উঠেছিলো। সেদিন নির্মমতাও চিৎকার করে বলে উঠেছিলো মানুষ, তোমরা আমাকে নির্মম বলো- তোমরা তো আজ আমাকেও ছাড়িয়ে গেলে!!! পিলখানা তোমার বুকের উপর আজও তারা গোল হয়ে বসে আছে, কোন প্রতিশোধ নয়, বিচারের আশায়। কেউ যানিনা তাদের বিচার এদেশের মাটিতে কোনদিন হবে কি না।

তা যদি না হয়, সেটি হবে তোমার লজ্জা, আমার লজ্জা, জাতির লজ্জা। হায়রে অভাগা দেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।