পিলখানা নিয়ে একটা কবিতা লিখছি সেই ফাল্গুন থেকে
ফাল্গুন মানে তবে বারবার অবাক আগুন?
রক্তরঞ্জিত প্রজাপতি গুনগুন...!
আমার কবিতাটা শেষ হয় না হয় না
একেকটা লাইন যোগ করেই চলেছে সে
একেকটা দম নিভে যাচ্ছে ফুৎকারে
কবিতাখানা পিলখানা কবে শেষ হবে আল্লামালুম
পিলপিল করে অদৃশ্য পিঁপড়া উঠে আসছে মাথায়
মগজটাকে খানাখাজানা বানিয়েছে তারা
পিলপিলপিল পিলখানা খানাখাজানা খানা
খানাখন্দে সৈনিকের লাশ!
আজ বাথরুমে আরও একখানা পিলখানা
আর আমাদের পিলে চমকায় না!
আমাদের চোখকানা...
ফুসফুস শুকনা
বুক ধুকপুক_ পচা ইঁদুরের মতো গলা গন্ধঅলা ছিঃ
বিবেকবানেরা সব মাছি এবং মৌ-মাছি
খেলে বুঝি কানামাছি...
ভাইয়ের রক্ত মেখে ভাই মায়ের কপালে ঠুকছে সেলাম
হা ঈশ্বর এ কোন মধ্যযুগে এলাম
সংখ্যা গণনা শেষ হবে কততে পৌছুলে...কবেকবেকবে
অসমাপ্ত কবিতা শঙ্কাগ্রস্ত পড়ে থাক চিতায়
কফিনে, নালায়
করুণ কিংখাবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।