oracle.samu@googlemail.com
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ সত্ত্বেও কসোভোকে এই মুহূর্তে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
তিনি বলেন, "এই মুহূর্তে আমরা কসোভোকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বোধ করছি না। "
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে কসোভোকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব একথা জানান।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করার মাত্র দুই দিন পর তিনি কথা বললেন।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ কসোভোকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
কসোভোকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করে মিজারুল কায়েস আরো বলেন, "কসোভোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে সরকারকে আরো অনেক বিষয় বিবেচনা করতে হবে। দেশটিকে স্বীকৃতি দেওয়া মানে আমরা সুনির্দিষ্টভাবে একটি পক্ষাবলম্বন করলাম। কিন্তু আমরা যদি তা না করি তাহলে আমরা কোনো পক্ষই নিলাম না। "
বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানান পররাষ্ট্র সচিব।
মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার জন্য গত বছরের ফেব্র"য়ারি থেকে এ পর্যন্ত অন্তত পাঁচবার বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত ও ৪ মে এবং সর্বস¤প্রতি ২০ আগস্ট তিনি পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটিকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও এই মার্কিন দূত তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে অন্তত তিনবার দেখা করে একই আহ্বান জানান।
এ বিষয়ে ২০০৮ সালের ১ জুলাই ইফতেখার আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বাংলাদেশ কসোভোর স্বীকৃতির ব্যাপারে জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র সার্বিয়ার ঐতিহ্যগত মিত্র রাশিয়ার তীব্র আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন নিয়ে কসোভো গত বছরের ১৭ ফেব্র"য়ারি স্বাধীনতা ঘোষণা করে।
ওই সময় সার্বিয়া ও এর মিত্র দেশ রাশিয়া কসোভোর স্বাধীনতা ঘোষণার ঘোর বিরোধিতা করে বলেছিল, কসোভোর এই পদক্ষেপ জাতিসংঘ প্রস্তাব (নং- ১২৪৪) এর সুস্পষ্ট লঙ্ঘন।
এমনকি রাশিয়া জাতিসংঘে কসোভোর সদস্য পদ লাভের ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগেরও হুমকি দিয়েছিল।
বলকান অঞ্চলের ছোট্ট এই দেশটিকে এ পর্যন্ত সোদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ ৫৮টি দেশ স্বীকৃতি দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।