আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার বর্জ্য

উল্টোচিন্তার কথকতা

( উল্টোচিন্তার কথকতা ) দেখা যাচ্ছে, যে জাতি যতধিক উন্নত সে জাতির ঈশ্বর ততধিক আধুনিক। স্বর্গের হাতছানি আছে বলেই একই হাতে দান এবঙ খুন দুটোই সংঘটিত হচ্ছে। লোকে দেদারচে আস্তিক-নাস্তিক, আমলা-কামলা, পীর-ধার্মিক হয়ে উঠছে মানুষ হচ্ছে না। ভিটামিন-এ এখন আর মানুষের অন্ধত্বের সঙ্গে পেরে উঠছে না। নিলামে শিক্ষা বিকিয়ে মানুষ লাইন দিয়ে সার্টিফিকেট কিনছে।

ফুলের চেয়ে ঔষধি গাছ লাগানোটাই ইদানিং খুব বেশী জরুরী হয়ে পরেছে। তারাই উত্তম এবঙ ভাগ্যবান ডাক্তার আসার পূর্বেই যারা মারা যাচ্ছে। ‘পাশবিক’ শব্দটি ‘মানবিক’ শব্দটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। সনদপত্রের ভারে আমার বন্ধুরা নুব্জ হয়ে পড়ছে। জনসংখ্যার চেয়ে দ্বিগুণ হারে বেড়ে চলেছে দারিদ্রতা।

দেশে আওয়ামীলিগ, বিএনপি, জামায়াতপন্থী মিলছে মানুষ মিলছে না। ক্যারেক্টার সার্টিফিকেটও লুজ ক্যারেক্টারে আক্রান্ত হয়ে পড়ছে। সংবাদপত্রের বিজ্ঞাপনও টিভিতে প্রচারিত হয়। সব গোলাপেরই একই গন্ধ। দুটি কবিতা পতঙ্গ তোমাদের উপেক্ষা আর হিংস্র চোখের দিনে আঁতকে উঠেছিলো আমার ভয় একটা কাঁচের দেয়াল তুলে তোমরা পৃথক হয়ে গেলে আমি যখন কাঁচের স্বচ্ছতা এবঙ অন্ধকার সম্পর্কে জানলাম আমাদের মাঝখানে কাঁচের বধিরতা দেয়ালের এইপাশে আমি বড় একা অভিনব আগুন ‘তোমার শরীর সে তো বিরল ঊনুন প্রতিবার আগুনরঙা আলিঙ্গনের পর থাকে শুধু সাদা ছাই’ -ছাইপথ, শফিউল শাহীন আলিঙ্গনের সমাপ্তিতে তুই যে কান্তি রেখে গেলি আমি সে সাদা ছাইয়ের অবশিষ্ট কয়লা এক আধুনিক ভোরে কামারশালায় বিক্রি করে দিয়েছি আর দেখে যা কি অদ্ভুত উপায়ে কামারশালার অত্যাধুনিক ল্যাবে টেষ্টটিউবের অভিজাত অন্ধকারে ঝলসে উঠছে অভিনব আগুন নিশ্বাস পোড়াতে আসে ফিনাইলের ঝাঁঝ বাঁঝা নারীর মাজা ঠোঁটে ছলকে ওঠে হাসি! অভিনব আগুন প্রতিপ অন্ধকারের উপড়ে ফেলছে চোখ শুনেছি সে অন্ধকার নিয়মিত রোদ চশমা পরে _____________ * _____________ বলুন তো? জাতির বিবেকের থুক্কু পাঠকের কাছে প্রশ্ন আমরা বিড়াল কুকুর খুব ভালোবাসি।

আমরা মানে আমাদের পরিবারের সবাই। এতটাই ভালোবাসি যে, একবার আমাদের পোষা একটি বিড়াল মারা যাওয়ার পর আমরা যেভাবে শব্দ করে কেঁদে উঠেছিলাম, প্রতিবেশীরা ছুটে এসেছিলো আমাদের কারো কিছু হয়েছে এই ভেবে। একজন তো হতাশ হয়ে বলেই ফেললো, ‘ও বিড়াল মারা গেছে, আমি আরো ভেবেছিলাম কি-না কি!’ তো এরকমই এক প্রতিবেশী সেদিন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিলো, ‘বিড়াল পুষবো কেন, বিড়াল কি ডিম পারে?’ উত্তরে আমি বলেছিলাম, ‘তাহলে ফুলগাছ লাগান কেন? ফুলগাছ কি ফল দেয়?’ আপনি হলে কী বলতেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।