আগামি বছর থেকে MSY (Month saving year) চালু হচ্ছে।
বহুল আলোচিত DST এর অভাবনীয় সাফল্যে মুদ্ধ হয়ে সরকার MSY (Month saving year) চালু করতে যাচ্ছে। শ্রাবনের ব্ষ্টি ভাদ্র্তে হওয়ায় এ ডিসিশন নেয় মূর্খ মন্ত্রি।এতে ফেব্রুয়ারি ২৮ এরপর এপ্রিল ১ গননা করা হবে। ১টি মাস নাই হয়ে যাওয়ায় সরকারের ও পাবলিকের বিপুল সাশ্রয় হবে বলে চামচারা মূর্খ মন্ত্রিকে বুঝিয়েছেন। সূত্রঃ বসস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।