এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।
ব্লগ পরিবারের কুরবানিকৃত অনেক ভাইয়া ও আপার সতর্কতামূলক পোষ্ট পড়া সত্বেও..........ইদানিংকালে আমাদের ব্যাচেলর পাড়ার @ আইরিন সুলতানা ও @ শিরোনামহীন নিজ ইচ্ছায় কুরবানি হওয়ার টিকেট গ্রহন করিয়াছেন!! এতে ব্যাচেলর পাড়ায় মোটামুটি ২ ধরনের প্রভাব পড়েছে,
প্রথমত ব্যাচেলর পাড়া এখন থেকে কুরবানি কাহিনী জনীত সতর্কতামূলক পোষ্ট পড়ে আর ভয় পাবেনা,,,,,,,,,,,,,কারন কুরবানি হওয়ার মধ্যে কি ফজিলত তা ব্যাচেলরগণ উপভোগ করতে এক ধাপ এগিয়ে এক পায়ে দাঁড়িয়ে প্রস্তুত...........এখন থেকে শওকত হোসেন মাসুম ভাই, তামিম ভাই আরো যাহারা কুরবানি কাহিনী সম্পকৃত সতর্কতামূলক পোষ্ট দেয় ব্যাচেলর রা এখন আর এইসব পোষ্টেও ভয় পাবে না।
দ্বিতীয়ত @ @ আইরিন সুলতানা ও @ শিরোনামহীন আপুর কুরবানীর অনুস্ঠানে আমরা যারা ব্যাচেলর আছি, গোপন সুত্র মোতাবেক জানা গেছে যে, ওনারা দুজনই কৃতজ্ঞতার সহীত ব্যাচেলর ব্লগারদের নাম দাওয়াত কার্ডে আগে লিখার চিন্তা করিয়াছেন........কারন ব্যাচেলরের স্বভাব চরিত্র এখোনো ওনাদের মধ্যে বিদ্যমান!! এই কারনে ব্যাচেলর পাড়ায় উত্তম ঝাঁঝা টাইপের আমেজ চলতেছে.........আমি ভাবতেছি ওই অনুষ্ঠানেই কুরবানি হওয়ার একটা গতি করুম হয়তো আমার মতো অনেকেই এই লজিকের উপর আছে
এছাড়া @ আইরিন সুলতানাও @ শিরোনামহীন আপুর কুরবানির খবর শুনে পূর্বে যাহারা কুরবানি হইয়াছে তাঁহাদের মধ্যেও উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে,.........তবে তাঁহারা মনে মনে বলতেছেন এক বার কুরবানী হইয়া যাও, তার পরে বুঝবা ৯ মাসে কয় দিন? ( মানে কুরবানির মজা)
বিদ্র: এই কুরবানি প্রক্রিয়ায় @শওকত হোসেন মাসুম ভাইর ব্যাচেলরদের উপর টেক্স অরোপ করার চিন্তা ভেস্তে গেল
সুত্র......... কৌশিক ভাইর- Click This Link
এবং শিরোনামহীন এর
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।