সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
১.
তোমায় নিয়ে ডেটিং দিতে গেলে
কত ছোকরা ছেলে-
আসে দলে দলে।
তুমি বল এরা তোমার কাজিন ভাইয়ের মত,
সত্যি করে বল এদের সংখ্যা এখন কত?
২.
ডেটিং তো নয়, ঝগড়া কর
কথায় কথায় ঝাড়ি-
দোষগুলো সব আমার,
বলি,'সরি,আই এম সরি’!
উৎসাহী কেউ হেসে বলে,‘কি ভাই খুব রাগী?’
আমি বলি,‘মহিলাটা মানসিক রোগী!’
৩.
সেদিন দেখি বাজার নিয়ে যাচ্ছে তোমার ড্যাডি-
মনটা বলে,এমন সুযোগ কেমন করে পাবি?
হেসে বলি‘আংকেল’, হাত থাকে চুলে-
‘দিন না আমার কাছে বাজারের থলে’।
তোমার ড্যাডি বলল যা,তা কেমন করে ভুলি-
‘এসে গেছি বাড়ির ধারে লাগবে না আর কুলি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।