আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে ছাত্রদলে মিছিলে পুলিশে লাঠিপেটা, আহত ১০

সোমবার দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় মিছিল বের করে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সভা শেষে একটি মিছিল বের করে ছাত্রদল। পরে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোণের ঘটনা ঘটে।
লাঠিপেটায় মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহেদ আলমসহ ১০ জন আহত হয়।
এ ব্যাপারে মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রশিদুর রহমান রশু অভিযোগ করেন, পুলিশ বিনা উস্কানিতে তাদেরকে লাঠিপেটা করে।
তবে তারা হাতবোমার বিস্ফোরণ ঘটাননি বলেও দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.