আর কি.....
...কোথায় কখন কত জনের সঙ্গেই হয় দেখা
মনে কি আর রাখে মন সবার আসা-যাওয়া?
তবু কারও আসার পরে যাওয়ার ভয়ে একা
থমকে থাকা গুমরে কাঁদা ভীষণ ভয় পাওয়া।
কত কথাই বলি তবু কতই থাকে বাকি
কতকিছুই ভাবি শুধু ভাবনার-ই তো ছবি
সকাল-বিকাল জুড়ে থাকা, রাত দুপুরেও
মনের ঘরে একলা একাই, একই ছবি আঁকি।
মিলিয়ে দেখো খুব সাধারণ সবার মতই
আমি কিংবা তুমি, কোথাও কেবল একটু ফারাক
তাই নিয়ে রোজকার এই আটপৌরে দিনগুলো সব
নতুন করে রঙ তুলিতে নতুন সাজে রাঙাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।