বিভিন্ন সময়ে দেখেছি ছোট থেকে বড় যেকোন উছিলায় সব রাজনৈতিক দল গুরত্বপূর্ণ রাস্তা এমনকি পাড়া মহল্লার ছোট রাস্তা গুলিতেও তোরন নির্মান করছে। এতে একদিকে যেমন রাস্তায় যানজট সৃস্টি হচ্ছে অন্যদিকে নির্দিস্ট দলটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। লক্ষ্য করে দেখবেন তোরনের মাধ্যমে একটি অশুভ দাপট দেখানোর প্রতিযোগিতা করা হ্য়। অথবা পরিস্কার ভাবে চাটুকারিতার জঘন্য চেষ্টা চলে। পাড়ার ক্ষমতালিপ্সু পাতি নেতা থেকে শুরু করে ওয়ার্ড এবং সংসদীয় এলাকার প্রভাবশালী লোকটিও শক্তিমত্তার ক্রমানুসারে তোষামদে লিপ্ত হ্য় এই সব তোরন নির্মানের মাধ্যমে। প্রচারে অমুক ভাইয়ের পক্ষে তমুক ভাই আবার সৌজন্যে অমুক ভাই---এই ভাবে তোরন লিখা হ্য়। যেহেতু অমুক তমুক পাতি ভাই অনেক তাই এক ওয়ার্ডে তোরন ও অনেক। তাই ক্ষমতাশীন দলের নেতৃবৃন্দের কাছে আহবান করছি এইসব হাস্যকর ও অশুভ প্রক্রিয়া বন্ধ করে দলের ভাবমূর্তি উজ্জল করতে যেখানে সেখানে অপ্রয়োজনীয় তোরন অপসারন করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।