রবি ঠাকুর ,নজরুল যখন লিখতেন কবিতা
ছন্দ,মিল ছিল বাক্যে বাক্যে প্রতিটা।
আমাদের আধুনিক কবিরা
লিখেন গদ্যকবিতা।
নাই ছন্দ,নাই মিল বাক্যে বাক্যে প্রতিটা।
বেশি বেশি রফলা, যফলা আর বাংলা অভিধান থেকে
কঠিন শব্দ করে চুরি,
ছোট ছোট বাক্যে কবিতার খাতা ভরি।
সাধ্য নাই করো অর্থ বুঝিবার
এই সমস্ত গদ্যকবিতার।
কবি কি বুঝাতে চান,
আর পাঠক কি বুঝে.
এ নিয়ে ভুল বুঝাবুঝি।
আসুন কবিতার খাতায় লিখি কবিতা,
যেখানে থাকবে ছন্দ,মিল বাক্যে বাক্যে প্রতিটা।
মান উচ্চ করার জন্য যেন না লিখি গবিতা(গদ্যকবিতা)
যেন বুঝা যায় এটা গদ্য না কবিতা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।