আমাদের কথা খুঁজে নিন

   

অণুগল্প অথবা গদ্যকবিতা: কবি ও ভিখারি // হান্নান কল্লোল

অণুগল্প অথবা গদ্যকবিতা: কবি ও ভিখারি কুয়াশাঢাকা সকালে ক্ষুধাতুর এক তরুণ কবি প্রিয় পাঠিকার হাতে অটোগ্রাফ এঁকে একটা নোটবুক উপহার পেলেন। তিনি সেটা বেচে দিলেন ফুটপাথের পুরনো বইয়ের দোকানে। বুকপকেটে কাগজি মুদ্রা পুরে পা বাড়ালেন সস্তা হোটেলের দিকে। কিছু খাবে বলে ভিখারি হাত বাড়াল তার কাছে। তাকে নিরাশ করতে পারলেন না তিনি।

বকুলের মালা হাতে পথ আগলে দাঁড়াল এক অনাথ বালিকা। কবি তার আশাও পূর্ণ করলেন পকেটের অবশিষ্ট মুদ্রা দিয়ে। ভিখারি গোগ্রাসে পাউরুটি গিলছে বালিকার কাছাকাছি বসে। ফুলের গন্ধ নিতে নিতে কবি তাকিয়ে রইলেন খাদ্যগ্রহণরত লোকটার দিকে। একসময় তিনি মালা হাতে তরুণী পাঠিকার উদ্দেশে পথে নামলেন।

কবি কোথাও খুঁজে পেলেন না তাকে। ফুলগুলি শুকিয়ে কাঠ হলেও তারই গলায় পরাতে চান গন্ধহীন মালাখানি। ভিখারির দীনতায় কবি প্রিয় পাঠিকাকে একদিন নিবেদন করবেন সমুদয় হৃদয়পুষ্পাঞ্জলি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।