আমাদের কথা খুঁজে নিন

   

র্স্বগ নরকের কালের গ্রহে আমি রইব



আমি কবি নই পথিক পথচলায় আমার আনন্দ আমার সকল দুপুর সন্ধ্যাবেলা বিচরণ আমি খুঝি আপন সীমানায় আপন সেইজন যার রুপে প্রকৃতি সৃজন ।। আপন গতিময় জীবন স্থবিরতা নামমাত্র দেখা নেই ঘূর্ণায়মান এই জগৎ আমরা এই পৃথিবীর অংশমাত্র আপন আঙ্গিনায় আপন ইশ্বরের ভূমিকায় অভিনয় করে চলছি তাহলে কি আমরা অভিনতা ।। জীবন চলচিত্রের নায়ক নায়িকার চরিত্রে অথবা খলচরিত্রে অল্পসময়ের জন্য অভিনয় এইতো এক মহামঞ্চ গতিময়তা কি পেলাম ,কি পেলাম না ভাবার সময় হল না সবাই ছুটছে কোন গন্তব্যে কি মন্দ ,না কি ভাল এ বিষয়ে ভাবনার লক্ষ্য বিন্দুমাত্র নাই ।। অন্তিম পরিণতি মৃত্যু আমি আস্তিক র্স্বগ নরক বিশ্বাস করি কেউ হবে র্স্বগবাসী কেউ নরকবাসী র্স্বগ নরকের কালের গ্রহে আমি রইব ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।