আমাদের কথা খুঁজে নিন

   

তাসলিমা , 'লজ্জা' ও আত্মসম্মানবোধ

পরিবর্তনের জন্য লেখালেখি

আব্বুর মুখে একটা গল্প শুনতাম খুব। আব্বুর ছোটবেলার গ্রামের গল্প। এলাকাটা যশোরের কোন পাড়া গাঁয়ের। তাই জানি না , এই বোধ, এই গল্প, এই চিন্তাধারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে মেলে কিনা । আমি নিশ্চিত নই তবু আমার ভাবনায় আমি সেকালের বাংলাকে এই ভাবেই দেখি ।

আমি কল্পনার চোখে দেখতে পাই সুজলা, সুফলা বাংলার গ্রাম গুলো তার নিজের বাসিন্দাদের এই ভাবেই হয়ত আপন ভাবতো । গল্পটা খুব সরল । তখনও গ্রামে ধন সম্পদের বিশাল বিষম বন্টন ছিলো । তাই এক দিকে গৃহস্থ জমিজলাওয়ালা কৃষক যেমন ছিলো, ছিলো নিঃস্ব ভিখারীও। তবে গল্পটা অন্যরকম এই জায়গায় যে গ্রামের বাসিন্দা ভিখারীরা শুধু মাত্র নিজ গ্রামেই ভিক্ষা করতো ।

পাড়ার লোকেদের দেওয়া চাল, ডাল খাবার , কাপড়ে চলে যেত এই সব ভিখারীদের জীবন। কেন অন্য গ্রামে কেউ যেত না? দরকার পড়তো না। সমস্ত গ্রামবাসীদের মধ্যে এই চেতনা প্রচলিত ছিলো যে আমার গ্রামের কেউ যদি পাশের গ্রামে ভিক্ষা করতে যায় বা যেতে বাধ্য হয় তাহলে সেইটা আমার গ্রামের অসম্মান। আসলেই তো । পাশের গ্রামে ভিক্ষা করা মানে এই গ্রামের কেউ তাকে সাহায্য করেনি।

অথবা নিজ গ্রামে সাহায্য করার মত কেউ নেই। দুইটাই চরম অপমানজনক । এই কারনে , গ্রামের ভিখারীদের অবস্থাসম্পন্নরা দেখে শুনে রাখতেন। অন্তত খাবার, কাপড়, আশ্রয়টা যাতে জুটে যায় । গতকাল খবরে দেখলাম নর্থ কোরিয়ার হাত থেকে দুইজন আমেরিকান নাগরিককে ফেরত আনতে স্বয়ং প্রাক্তন প্রেসিডেন্ট প্লেনে চেপে সেখানে গিয়ে উপস্থিত এবং ফিরিয়েও নিয়ে এলেন দুই সাজাপ্রাপ্ত আসামীকে ।

তাসলিমাকে নিয়ে আমাদের সমস্যার শেষ নেই । ভুল তাসলিমার পক্ষে যেমন হয়েছে , আমাদের পক্ষেও কম হয়নি । তাসলিমা আমাদের দুষ্টু বালিকা, কথা না শোনা , উগ্র এবং অনেক বিতর্কের জন্মদাত্রী । কোন সন্দেহ নেই তাদের নানা রকম কান্ড কীর্তি আমাদের পছন্দ নয় । কিন্তু তারচেয়েও বড় কথা তাসলিমা আমাদের সন্তান।

হয়ত ভ্রান্ত, হয়ত বখে যাওয়া, হয়ত ঘৃণার- কিন্তু সন্তান তো আমাদেরই ! সরকার ও বাংলাদেশের মানুষ , এই দেশে কি আমরা দেশদ্রোহীকে নাগরিকত্ব দেইনি? এই দেশে কি আমরা চোর, ডাকাত, খুনী, লম্পটদের ভোট দিয়ে নেতা বানাইনি? এই একই দেশে কি বাংলাদেশটাকে লুটে খাওয়া বিদেশীদের কাছে বাংলার জমি বেচে দেইনি? এই একই দেশে কি পাকিপ্রেমে অন্ধ বিহারীদের আমরা ৩৮ বছর ধরে খাওয়াচ্ছি না ? তাসলিমা কি এদের চেয়েও খারাপ? তাসলিমার অধিকার কি এদের চেয়েও কম? তাসলিমার কুকর্মের ইতিহাস কি এদের কীর্তির চেয়ে লম্বা? তাসলিমা কি সাজাপ্রাপ্ত আসামী ? তাহলে তাসলিমাকে কেন তেজষ্ক্রিয় বর্জ্যের মত সারা পৃথিবীতে এহাতে ওহাতে ঘুরতে হবে? প্লিজ, সবাই মিলে তাকে ফিরিয়ে নিয়ে আসুন। না হয় বখে যাওয়া সন্তানের মতই তাকে আড়ালে রেখে দিন তবু বাংলাদেশে নিয়ে আসুন। তাসলিমা নিজেকে করেছেন বিতর্কিত । মৌলবাদী জামাত এর বরাহরা করেছে তাকে পলাতক। কিন্তু, বাংলাদেশের সরকার আর আমরা মিলে তাকে পৃথিবীর বিভিন্ন সরকারের কাছে রাঁঢ় বানিয়ে পিং পং খেলছি, এইটা বন্ধ হোক ।

৫০ বছর আগে যশোরের অন্ধকার পাড়া গাঁয়ের যেই আত্মসম্মানবোধটুকু জাগ্রত ছিলো, বাংলাদেশের নাগরিকরা দেখুক এবং অনুভব করুক যে বাংলাদেশের সরকার অন্তত এইটুকু বোধ তার নাগরিকদের নিয়ে ধারন করে !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।