আমাদের কথা খুঁজে নিন

   

মিনিপোস্ট ২ঃ ভাত কই হা**** , মানচিত্র খাব ?

পরিবর্তনের জন্য লেখালেখি

বাংলাদেশে ১৫ কোটি মানুষ আছে । ডেমোগ্রাফি অনুযায়ী ৫ কোটি শিশু। ( ৩৩% , বয়স ০-১৪) । বাকি ১০ কোটির ৩ কোটি কিশোর কিশোরী । প্রায় ৫২ লাখ এর বয়স ৬৫ এর উপরে ।

৭ কোটিদের বয়স ১৫ থেকে ৬৪। গড় আয়ু প্রায় ৬০ বছর। শেষের ৫৫ থেকে ৬৪ স্বাস্থ্য ও সুযোগের কারনে সাধারনত পরনির্ভরশীল হতে পারে। বাদ দিলাম আরো ১ কোটি। বিভিন্ন কারনে কাজ করতে পারবে নার সংখ্যা ধরলাম ১ কোটি ।

রইলো বাকি ৫। সুপ্রিয় ব্লগারগণ , এই ৫ কোটি কর্মক্ষম মানুষের প্রত্যেকের জন্য কি কাজ আছে বাংলাদেশে? ধরে নিচ্ছি, ১৫ কোটি বাংলাদেশীর প্রতি পরিবারে গড়ে ৫ জন করে মানুষ আছে । তাহলে, বাংলাদেশে ৩ কোটি পরিবার আছে । এই তিন কোটি পরিবারের সবার সুষম পুষ্টির জন্য বছরে কি পরিমান ১। চাল লাগে ? ২।

ডাল লাগে? ৩। আটা লাগে? ৪। তেল, নুন, মসলা লাগে ? ৫। মাছ, মাংস , মুরগী লাগে? ৬। সবজি লাগে? এই সবটাই দেশের ভিতরে উৎপাদনের জন্য যথেষ্ট জমি জায়গা, পানি , জ্ঞান কি আমাদের আছে ? যদি থাকে, তো প্রতি বছর, ১।

কতটুকু জমিতে ধান, ২। কতটুকু জমিতে গরু, ছাগল, মুরগী, ভেড়া, হাঁস, ৩। কতটুকু জমি/ পুকুর/ অন্যান্য জলাশয়ে মাছ ৫। কতটুকু জনিতে তেল - মসল্লার গাছ ৬। কতটুকু জমিতে শাক সবজি উৎপাদন করা উচিত? দুধে পানি মেশানোর অংক বাদ দিয়ে কবে আমাদের বিজ্ঞান, সমাজ, ব্যবসা আর অংকের বই গুলো এই সব নিয়ে কথা বলবে? কবে আমরা পরীক্ষার প্রশ্ন পত্র দেখবো, গত বছর বাংলাদেশে এত পরিমান চাল , ডাল উৎপন্ন হয়েছে ।

এই বছর কত পরিমাণ জমিতে কি করা উচিত ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।