আমাদের কথা খুঁজে নিন

   

মিনিপোস্ট ১ঃ একটি সরলাংক

পরিবর্তনের জন্য লেখালেখি

বাংলাদেশে ১৫ কোটি মানুষ আছে । ডেমোগ্রাফি অনুযায়ী ৫ কোটি শিশু। ( ৩৩% , বয়স ০-১৪) । বাকি ১০ কোটির ৩ কোটি কিশোর কিশোরী । প্রায় ৫২ লাখ এর বয়স ৬৫ এর উপরে ।

রইলো বাকি ৭ কোটি। এদের বয়স ১৫ থেকে ৬৪। আমরা খুব ভালো করেই জানি, গড় আয়ু প্রায় ৬০ বছরের দেশে শেষের ৫৫ থেকে ৬৪ বছরে নারী ও পুরুষ উপার্জনক্ষম হলেও স্বাস্থ্য ও সুযোগের কারনে সাধারনত পরনির্ভরশীল হতে পারে। বাদ দিলাম আরো ১ কোটি। রইলো ৬ কোটি ।

এর ভিতর বিভিন্ন কারনে কাজ করতে পারবে নার সংখ্যা ধরলাম ১ কোটি । রইলো বাকি ৫। সুপ্রিয় ব্লগারগণ , এই ৫ কোটি কর্মক্ষম মানুষের প্রত্যেকের জন্য কি কাজ আছে বাংলাদেশে? ধরে নিচ্ছি, ১৫ কোটি বাংলাদেশীর প্রতি পরিবারে গড়ে ৫ জন করে মানুষ আছে । তাহলে, বাংলাদেশে ৩ কোটি পরিবার আছে । সুপ্রিয় ব্লগারগণ , প্রতিটা পরিবারে ৫ জনের মৌল চাহিদা ( খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন) পূরণ করার মত কাজ, উপার্জন, সুযোগ সুবিধা কি বাংলাদেশে আছে ? কোটি কোটি টাকা , অনুদান , ঋণ খরচ করে ছাপানো অংকের বই গুলাতে, স্কুলে, কলেজে, মাদ্রাসায় এই অংক গুলো দেখি না কেন ? ৫ জনের একটা পরিবার চালাতে কত টাকা লাগে, কত খাবার কিংবা ইউটিলিটি লাগে , কি ভাবে সেই সব টাকা (উপার্জন) এর যোগাড় এবং ম্যানেজ করতে হয়, সেই সব অংক কি এখনকার অংক , বিজ্ঞান , ব্যবসার বই গুলাতে আছে ? নাকি আমরা এখনো পাটিতে বসে বান্দরের তৈলাক্ত বাঁশের অংক করি?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।