মাঝে মাঝেই বা বলতে গেলে যখন তখন গানটি মনে জাগে বা যখনই কেউ গায়, টিভিতে বা অন্য কোথাও বেজে চলে গানটি, অধীর আগ্রহে, সবার অলখে, চুপিচুপি অপেক্ষা করি এই দুটি লাইনের জন্য। বার বার শোনা তবুও কান পেতে রই কখন লাইনদুটো বাজবে।
"যেতে যেতে পথে পূর্নিমা রাতে চাঁদ উঠেছিলো গগণে,
দেখা হয়েছিলো, তোমাতে আমাতে কি জানি কি মহালগণে!!"
http://www.youtube.com/watch?v=FQGiExEOymw
সেছিলো এক মহালগণ!!! তোমার আমার দেখা হবার মুহুর্তটি। তারপর কত হাসি, কত গান, কত রাগ অনুরাগ পেরিয়ে আজকের এই গন্তব্যে পৌছুনো।
সকাল হতেই খুব মনে পড়ছে।
মনে পড়ছে গত বছরের ঠিক এই দিনটির কথা। গতবছর ঠিক এই দিনটিতেই, সকাল থেকেই ছিলো আমার সে কি ব্যাস্ততা, কত রকম প্ল্যান প্রোগ্রাম! কি এক ভালোলাগা আমাকে জড়িয়ে রেখেছিলো অনুক্ষণ!http://www.somewhereinblog.net/blog/surjo_putro/28827778
আচ্ছা, তোমারও কি ঠিক এমনি মনে পড়েছিলো আজ? জানি, সেসব স্মৃতি কখনই চিরতরে ভুলে যাবার নয়। মানুষ ভাবে এক হয় আরেক, কিন্তু প্রতিফলন আমাদের পরিনতি তো আমরা সবসময় জানতাম।
তুমি লিখেছিলে,
"সূর্যের প্রখর আলোয় জ্যোৎছনা হারিয়ে যায়! তাই না বল? কিন্তু আজ আমার জ্যোৎছনা স্নানের দিন! প্রথম বারের মতো!! হয়তো শেষবারের মতোও! "
তুমি বলো, শেষবারের মত। আমি বলি উল্টোকরে, আজীবনের জন্য।
প্রতিফলন, তুমি কি জানোনা, জ্যোৎস্নাস্নান বড়ই অমূল্য! বড়ই দূর্লভ। একবার জ্যোৎস্না যাকে ছোঁয়। সে চন্দ্রাহত, সেই স্পর্শ কখনও বিলীয়মান নয়। তাই তো সে এক মহালগন!!
Click This Link
তোমার সেদিনের আরেকটা কথা আমার আজো মনে পড়ে,
"চাঁদকন্যা একবার ও টের পায়নি, আমি ওর কত্তো কাছে ছিলাম!! কিন্তু ঢাকার বিখ্যাত ৫ টার জ্যাম! ঠীক ই আমাকে আটকেদিলো জায়গামত। "
আচ্ছা সত্যি কি আমরা জানি? কতকাছে ছিলাম সেদিন বা আজো আছি? ঢাকার বিখ্যাত ৫ টার জ্যাম কেনো এই পৃথিবীর যেকোনো জ্যামই হয়তো সে বাঁধার কাছে তুচ্ছ।
তাইতো বারে বারে স্মৃতির দ্বারে
দিন গুলো সব ফিরে আসে।
ভাবি একলা যখন কাটতো সময়.....।
Click This Link
তোমার কবিতা। তোমার সব কবিতা আমার মুখস্থ জানো? প্রায়ই পড়ি। আজীবন পড়বো।
আর একটু পরেই বারোটা বাজবে । সারাজীবন যতদিন বেঁচে থাকবো ঠিক এদিনটি আর এ ক্ষণটিও বুকের মাঝে জেগে রইবে।
শুভ জন্মদিন প্রতিফলন। ফেলে আসা দিনগুলোর সব ব্যার্থতা আর দুঃখকে জয় করে সামনের দিকে এগিয়ে যাও এই প্রার্থনাই করি তোমার জন্য। আর অনেক অনেক ভালো থেকো।
ঠিক এভাবেই গতবছরটিতে ঠিক রাত ১২টায় তোমাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। কথা ছিলো আমার পাঠানো কেকটা তুমি ঠিক সে সময়ই খাবে। কিন্তু তুমি সেকথা রাখতে পারোনি। সন্ধ্যাবেলা হাতে পাওয়া মাত্র গাপুস গুপুস খেয়ে ফেলেছিলে।
জানিনা এই ভাবে এতটুকু শুভেচ্ছাও আর কখনও জানাতে পারবো কিনা।
তুমি বলেছিলে সারাটা জীবন যেখানেই থাকি যেভাবেই থাকি যেন এই বিশেষ দিনগুলোয় ফিরে আসি। আরো বলেছিলে, কোথাও কোনো হদিসও হারিয়ে গেলেও এই ব্লগটাতো রইলো। এখানেই না হয় দেখা হবে আমাদের? পাগালামী কি শুধু আমার ভেতরেই ছিলো? কি সব ছেলেমানুষী কি তুমিও করোনি? মনে কি পড়ে?
জানিনা তোমার এসব ছেলেমানুষী জল্পনা কল্পনাগুলো কতদিন আমার বুকের ভেতর গুন গুন করে বেজে যাবে শুধু জানি অপরিসীম ইচ্ছার কাছে পৃথিবীর সব বাঁধাই তুচ্ছ। যাইহোক, জেনে রেখো ,পৃথিবীর যেখানেই থাকি, আমার অন্তরের শুভেচ্ছাটুকু ঠিক ঠিক পৌছে যাবে তোমার কাছে। তোমার বুকের গভীরে, হৃদয়ের তারে, চকিতে জেনে নিও সেই চেনা টংকার!
Click This Link
লেখাটা পোস্ট করার ঠিক আগে আগে পড়লাম ।
Click This Link
খুব বুদ্ধি করেই বলে দিলে,
দুহাতে তাই কুড়িয়ে নিলাম,
সবটুকু, যা ছিল সেদিন;
শূন্য থালা, ছিন্ন বাঁধন,
নেই কিছু আজ; মুক্ত সে ঋণ ।
শুন্যথালা নাহয় বুঝলাম , বাটি বা বক্সের বদলে থালা লিখেছো কিন্তু কিসের ঋণ???
যাইহোক বরাবরের মত আঁখিদুটি ছলো ছলো .....
যারা আগে আমাদেরকে চিনেনা বা জানেনা তাদের জন্য একটা তথ্য, আমিই চাঁদকন্যা আমিই বরুণা আর সূর্য্যপুত্র প্রতিফলন। এতটুকুই জানুক সবাই।
এর বেশী না হয় অজানাই থাকুক।
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।