ইচ্ছে-কথন
মাশুক ইবনে আনিস
অভিমান আমারও হয়, দায়ভারের ভারে মানবিক তন্ত্রী সব নেতানো ডগার মতো ক্রমে নুয়ে যায় জমিনে দিকে, আর আমি কিশোরী আমানকারের মালকোসের মতো প্রার্থনার মৌন বিলাসে দুঃখের পরম্পরা রচনা করি, তুমি এই সব বুঝ কি?
নৈঃশব্দ্যিক নিঃস্বতায় যে- আমি একা তার অনশন ভাঙে রাত্রির হাতে, জল ও কবি মুখর আমার গৃহ আগ্নপাড়া গ্রাম হয় নালীহুরী মিশে, বারকির মায়া মায়া স্রোতে আমার অভিমান ভাঙে শিশু মাশুকের মতো, তুমি এই সব বুঝ কি?
অভিমান হলে মন আমার মাধবকুণ্ডে যেতে চায়, যে আমার বেদনার রাগে রচে ভৈরবী, কে সে মাধবকুণ্ড, তুমি জানো কি? অবিরাম যে স্মৃতি-প্রপাত দুই চোখ চেয়ে যায় সুদূরের দিকে- তারে বুকে ধরে আপন ইচ্ছায় হবো পথের ফকির, এই আমার অভিমান, যেটুকু কবরের পূণ্য হয়ে পুষ্পের পাখি ওড়াবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।