আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ একদিন এভাবেই জেগে উঠত...একাত্তর আমরা দেখতে পাইনি তবে জেগে ওঠার গর্জন যে এভাবেই আসে সেটা হয়ত আমাদের প্রাণপ্রিয় দেশচালকেরা বুঝে উঠতে পেরেছেন...আর বেশিদিন হয়ত নয় আমুল চেতনায় জেগে ওঠার জুদ্ধের...এখনি সময় আমাদের সবার ঘুরে দারাবার আর জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবার এক হয়ে লরবার...আর এজন্যই এ গানটি উৎসর্গ করলাম শাহবাগ এ চেতনায় জাগরিত আন্দোলনকারীদের জন্ন্য... চিৎকার হুঙ্কার...শুনে নাও, ছড়িয়ে দাও দেশ জুড়ে... Ondhokar Rajnity By Baysardho Baysardho Official Fan page
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।