এলোমেলো ভাবনাগুলো বাধ মানে না।
সেদিন বাড়ীর পাসের একটি টি স্টলে বসে পেপার পরছিলাম হঠাৎ দেখি একটা ছেলে দোকানে ঢুকে সিগারেট কিনছে। আমার চিনতে ভুল হল না যে ও আলম। আমার ছোট বেলার বন্ধু। ওরা দরিদ্র ছিল।
ও ছিল আমাদের ক্লাসের ক্যাপ্টেন। যখন তখন আমাদের উপর শাষন করত। কারনে আর অকারনে। আমি ওর নাম ধরে ডাক দিলাম। আলম.।
.। .। .। .। .।
.। .। .। .। ।
ও আমার দিকে ফিরে তাকালো। তারপর কাছে এসে বলল চিনতে পেরেছিস? আমি ত ভাবলাম চিনতে পারবিনা। আমি বললাম তুই এমন ভেবেছিস আমি জানি। না হলে তুই ই আমাকে আগে ডাকতি। কথা বার্তার এক পর্যায়ে জানতে পারলাম ওর এক ছেলে আর এক মেয়ে।
আর ওর পরাশোনা তখন বেশিদুর না এগুলেও পরে ও উন্মুক্ত থেকে এস এস সি ও এইস এস সি পাশ করে ফেলেছে। আর এখন একটি এন জি ও তে কাজ করছে। এখন ওকে দেখতে চাচার মত লাগে। ও বলল আমি খুব সুখে আছি দোস্ত আমার জন্য দোয়া করিস। আর তুই যে আমাকে মনে রেখেছিস তার জন্য তকে ধন্যবাদ।
চা খেলাম দুজন। তবে বিলটা ও দিলো। ওর যুক্তি আমি ইঞ্জিনিয়ারিং পরি তাতে কি আমি এখনো বেকার তাই আমাকে বিল দিতে দিবে না।
আচ্ছা আপনারাই বোলুন ওকে আমি কিভাবে ভুলে যাই । ও যেখানেই থাকুক, যাই করুক, ও আমার বন্ধু তো।
আর ও যে আমাকে এক কাপ চা খাওয়ালো তার দাম যে আমার কাছে কি ও কি তা বুজবে? আপনাদের কাছে আমার অনুরোধ যআপনারা ওকে একটু বুঝিয়ে বোলবেন.। .। .। .। .।
বন্ধুতো বন্ধুই.। .। .। .। .।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।