আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুতো ত বন্ধুই............

এলোমেলো ভাবনাগুলো বাধ মানে না।

সেদিন বাড়ীর পাসের একটি টি স্টলে বসে পেপার পরছিলাম হঠাৎ দেখি একটা ছেলে দোকানে ঢুকে সিগারেট কিনছে। আমার চিনতে ভুল হল না যে ও আলম। আমার ছোট বেলার বন্ধু। ওরা দরিদ্র ছিল।

ও ছিল আমাদের ক্লাসের ক্যাপ্টেন। যখন তখন আমাদের উপর শাষন করত। কারনে আর অকারনে। আমি ওর নাম ধরে ডাক দিলাম। আলম.।

.। .। .। .। .।

.। .। .। .। ।

ও আমার দিকে ফিরে তাকালো। তারপর কাছে এসে বলল চিনতে পেরেছিস? আমি ত ভাবলাম চিনতে পারবিনা। আমি বললাম তুই এমন ভেবেছিস আমি জানি। না হলে তুই ই আমাকে আগে ডাকতি। কথা বার্তার এক পর্যায়ে জানতে পারলাম ওর এক ছেলে আর এক মেয়ে।

আর ওর পরাশোনা তখন বেশিদুর না এগুলেও পরে ও উন্মুক্ত থেকে এস এস সি ও এইস এস সি পাশ করে ফেলেছে। আর এখন একটি এন জি ও তে কাজ করছে। এখন ওকে দেখতে চাচার মত লাগে। ও বলল আমি খুব সুখে আছি দোস্ত আমার জন্য দোয়া করিস। আর তুই যে আমাকে মনে রেখেছিস তার জন্য তকে ধন্যবাদ।

চা খেলাম দুজন। তবে বিলটা ও দিলো। ওর যুক্তি আমি ইঞ্জিনিয়ারিং পরি তাতে কি আমি এখনো বেকার তাই আমাকে বিল দিতে দিবে না। আচ্ছা আপনারাই বোলুন ওকে আমি কিভাবে ভুলে যাই । ও যেখানেই থাকুক, যাই করুক, ও আমার বন্ধু তো।

আর ও যে আমাকে এক কাপ চা খাওয়ালো তার দাম যে আমার কাছে কি ও কি তা বুজবে? আপনাদের কাছে আমার অনুরোধ যআপনারা ওকে একটু বুঝিয়ে বোলবেন.। .। .। .। .।

বন্ধুতো বন্ধুই.। .। .। .। .।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.