আমাদের কথা খুঁজে নিন

   

তাবলিগের আশ্রয়ে শিবির

নিজেদের বাঁচাতে নতুন নতুন কৌশলে সর্বদাই লিপ্ত শিবির । সারাদেশে তাদের সন্ত্রাসীপনার কারণে এদের অসংখ্য নেতা কর্মীর নামে রয়েছে হাজার হাজার মামলা । এসব মামলায় জেল থেকে বাঁচতে সুকৌশলে তাবলিগিদের মধ্যে ঢুকে যাচ্ছে শিবির । দ্বীন প্রচারের নামে এরা ঘুরছে প্রত্যন্ত সব অঞ্চলে । যেখানে মানুষ তুলনামূলক অসচেতন ।

আমার নিজের এলাকায়(রংপুর বিভাগের একটি জেলা) এরকম তাবলিগিদের ব্যাপক উপস্হিতি লক্ষ করা যাচ্ছে । তাবলিগে সাধারণত এমন সংখ্যায় তরুণ লক্ষ করা যায়না । তাবলিগে সাধারণ সংখ্যার চাইতে এরা অনেক বেশি এবং এদের গতিবিধিও সন্দেহজনক । এ ব্যাপারে পুলিশকে বলা হয়েছে । তাই আপনিও সতর্ক দৃষ্টি রাখুন চারপাশে ।

ধরিয়ে দিন জুনিয়র রাজাকারদের । post ti mob theke deya ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।