আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরের সড়ক দুর্ঘটনায় তাবলিগের ৬ মুসল্লি নিহত, আহত ২৮

রংপুরের বদরগঞ্জ সড়কের নদীরের হাট এলাকায় আজ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ছয়জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। হতাহতদের সবাই তাবলিগ জামাতের মুসল্লি। তারা তাবলিগ জামাত শেষে ঢাকা থেকে বদরগঞ্জ ফিরছিলেন। নিহতরা হলেন জেলার বাবু পাড়ার আসাদ আলী (৫৫), পান বাড়ি এলাকার রেজাউল (৫৫) ও বদরগঞ্জের বাওয়ায় চণ্ডি এলাকার সাদেক আলী (৬০), অকিল উদ্দিন (৬০) এবং কফিল উদ্দিন (৫৫)। রংপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জানান, ঢাকা থেকে বদরগঞ্জগামী চিশতীয়া পরিবহনের একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১১-১১৩৭) রংপুর সদর উপজেলার নদীরের হাট এলাকায় একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৫/৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার করণে এ দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর-বদরগঞ্জ সড়কের নজিরের হাটে ব্র্যাক অফিসের পাশে ঘন কুয়াশারার কারণে নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।

এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যায়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.