আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির রেখে যাওয়া স্মৃতিচিহ্ন

আল বিদা

সোমবার রাতের অবিরাম বৃষ্টি ফযরের আযানের সময় থেমেছে। সকালে পানিও নেমে গেছে। সকাল সকাল বাবা-মায়ের উপর সব ছেড়ে আমি অফিসে পালিয়ে আসলাম। বিকেলে গিয়ে খোজ নিলাম ক্ষয়ক্ষতির। লিভিং রুমের ডিভানের যে মেট্রেস ছিল তা পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে।

কোনভাবেই তা আর ব্যবহার করা যাবে না। ভিতরের এক রুমের খাটের মেট্রেসও নষ্ট হয়েছে। ফ্রিজের কথা এখনও বলতে পারছি না। এছাড়া ড্রেসিং টেবিলের নিচের ২ ড্রয়ারের জিনিসপত্রও নষ্ট হয়েছে। রান্না ঘরের হাড়িপাতিল ফেলে দিতে হয়েছে।

সাথে ড্রামের কিছু চালও। কিছু জুতা ভেসে ভেসে কোথায় যেন চলে গেছে। আর সবচেয়ে সমস্যা হল পানি নেমে যাওয়ার পর যে স্মৃতিচিহ্ন রেখে গেছে তা দূর করা। বলা বাহুল্য যে পানি ছিল সুয়ারেজের। ঘষে মেজে কিছু সাফ করা গেল।

কাপড় যা কিছু ভিজেছে তা রোদের জন্য শুকানো যাচ্ছে না। ঘরে একটা গুমোট গন্ধে ভরপুর। এই নিয়ে টিনশেড ১তলা বাসায় বেশ আছি। অর্থনৈতিক যে ক্ষতি হল তা কিভাবে এই দূর্মূল্যের বাজারে রিকভার করব ভেবে পাচ্ছি না। অন্তত মেঘলা দিন কাটলে কিছুটা শান্তি।

ঘর থেকে গুমোট ভাবটা যাবে। আপনারা সবাই ঠিক আছেন তো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।