আমাদের কথা খুঁজে নিন

   

রমযানে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা কঠোর হাতে দমন করবে সরকার

zahidmedia@gmail.com

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ানোর যে কোনও চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বুধবার সকালে দ্রব্যমূল্য মনিটরিং সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী আরো জানান, পাইকারী ও খুচরা বিক্রেতাদের জন্য পণ্যমূল্য ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। রোজার সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন মন্ত্রীকে। সরবরাহ ভালো থাকায় রমজানে চিনি, ডাল, তেল, দুধ এবং ছোলার মতো অতি প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ী নেতারা।

মন্ত্রী বলেন, এবারের রোজা দ্রব্যমূল্যের দিক থেকে হবে ব্যতিক্রম। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, প্রত্যেক বিক্রেতাই যখনই কোনো কিছু বিক্রি করবে তখনই রিসিট দিতে বাধ্য থাকবে। এ সিদ্ধান্তের পাশাপাশি প্রতিটি খুচরা ও পাইকারি দোকানে দ্রব্যমূল্যের তালিকা টাঙ্গানো নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং সেলকে আরও তৎপর করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে পুলিশ ও র‌্যাব-এর তৎপরতা বাড়ানো হবে। ধর্মীয় মাহাত্ম্যর সঙ্গে সঙ্গে প্রতিবছর রমজান নিয়ে আসে অসাধু ব্যবসায়ীদের জন্য বাড়তি মুনাফার সুযোগ।

আর এতে বিপদে পড়েন সীমিত ও স্বল্প আয়ের মানুষেরা। এটি মাথায় রেখে রোজার প্রায় তিন সপ্তাহ আগে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্সের বৈঠক শেষে মন্ত্রী আশ্বাস দিলেন, যোগান পরিস্থিতি ভালো থাকায় এবার রোজায় সাধারণ মানুষ বাজারে গিয়ে হতাশায় ভুগবেন না। বৈঠকে ব্যবসায়ীরা দাবি করেন, রমজানে সাধারণ মানুষের মধ্যে কেনার হিড়িক পড়ে বলেই জিনিসপত্রের দাম বাড়ে। তারা পরিবহন ও আইন সংক্রান্ত কিছু জটিলতার কথা তুলে ধরলে সরকারের পক্ষ থেকে তা নিরসনের আশ্বাস দেয়া হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।