আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দর বুক চায় ব্রিটিশ তরূণীরা ...

সঞ্জয় মিঠু

নারীর সৌন্দর্য বুকে নাকি মুখে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে৷ কিন্তু ব্রিটিশ টিনেজারদের কাছে এখন সৌন্দর্য মানেই উন্নত বুক৷ এর জন্য প্রয়োজনে সার্জনের ছুরি কাচির নীচে যেতেও তারা দ্বিধা করছে না৷ সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে ব্রিটিশ টিনেজাররা তাদের বক্ষের আকৃতি নিয়ে সন্তুষ্ট নয়৷ তারা চায় মার্কিন তারকা পামেলা এ্যান্ডারসন কিংবা ব্রিটিশ মডেল ক্যাটি প্রাইসের মত না হলেও অন্তত তাদের কাছাকাছি হওয়া চাই৷ প্রতি চার জনের একজন তরুণী বুককে আরো পিনোন্নত করতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নিতে চাচ্ছে৷ তাই গত তিন বছরে ব্রেস্ট ইমপ্ল্যান্টের হার কত বেড়েছে জানেন? শতকরা ৫০০ ভাগ! এক সমীক্ষায় দেখা গেছে ব্রিটেনের প্রতি ১০ জনের নয়জন টিনেজার মেয়েই সুখী নয়৷ কারণ তারা মনে করে তাদের বুক যথেষ্ট(?) বড় নয়! প্রতি চার জনের একজন তরুণী বুককে আরো পিনোন্নত করতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নিতে চাচ্ছে এই ধরণের উদ্ভট চিন্তা ছড়িয়ে পড়েছে গোটা ব্রিটেনেই৷ মাত্র ১৩ বছরের কিশোরী কিয়ানা মনে করে তার বুক বড় নয়৷ তাই ১৬ বছর বয়স হওয়ার আগেই সে যুক্তরাষ্ট্র যেতে চায় যেখানে অপারেশনের মাধ্যমে সে তার বুককে আরো উন্নত করবে৷ কিয়ানা জানায় তার সারাটা দিন কাটে শুধু এই চিন্তা করেই! আমি সুখী নই, কারণ আমার বান্ধবীদের বুকের আকার আমার চেয়ে বড়, মন্তব্য সদ্য টিনএজে পা দেওয়া কিয়ানার৷ একই ধরণের চিন্তা করছে ১৭ বছর বয়সী ক্যাটরিনা৷ সে চাচ্ছে তার বুকের আকার মডেল জর্ডান এবং ক্যাটি পেরির মাঝামাঝি করতে৷ এজন্য সেও ব্রেস্ট ইমপ্ল্যান্টের সিদ্ধান্ত নিয়েছে৷ ব্রিটিশ কিশোরীদের এই ভাবনা উদ্বেগ ছড়িয়ে দিয়েছে তাদের অভিভাবকদের মাঝে৷ ব্রিটিশ কিশোরীদের এই ভাবনা উদ্বেগ ছড়িয়ে দিয়েছে তাদের অভিভাবকদের মাঝে (ফাইল ফটো)একদিকে আদরের মেয়ের বায়না, অপরদিকে এই ধারা চলতে থাকলে পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায় তা নিয়ে চিন্তিত অভিভাবকরা৷ তবে জোরাজুরির পরিবর্তে সন্তানদের বোঝানোর চেষ্টা করছেন তারা৷ এরকম একটি অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত হয়েছিলো কিয়ানা এবং ক্যাটরিনা৷ সেখানে তাদের সঙ্গে কথা হয় কয়েকজন তরুণীর যারা টিনএজ বয়সেই ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছিলো৷ ঝোঁকের বশে ইমপ্ল্যান্ট করলেও তারা কিন্তু ঠিকই পরে বুঝতে পেরেছে এটি কতটা যন্ত্রণাদায়ক৷ তাই তারা সতর্ক করে দিয়েছে কিয়ানা এবং ক্যাটরিনাকে৷ এতে কাজও হয়েছে৷ দুই জনই আপাতত বাদ দিয়েছে তাদের বুক উন্নত করার চিন্তা৷ তবে ক্যাটরিনা জানিয়ে দিয়েছে, এখন না হলেও বয়স যখন ২০ পার হবে তখন সে ঠিকই ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাবে৷ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.