জীবনেরটানে স্বপ্নেরখোজে, খুজে ফেরা নিজের প্রান, তবু আমি ছুটে চলি, স্পাইসিস্পাই001 -মা তুমি যে বললে চিড়িয়াখানা শুধু পশু থাকে এখন তো দেখছি মানুষও থাকে। ~ তুমি কোথায় মানুষ দেখলে মা'মণি... - ঐযে খাচার ভেতরে .... ওরা তো মানুষের মতই দেখতে ...। ~ ছি মা'মণি .. ওরা মানুষ না .. ওরা খুব হিংস্র পশুর চেয়েও খারাপ ..মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ হত্যা করেছে .. ওরা মানুষরুপী পশু তাইতো চিড়িয়াখানার খাচায় ভরে রাখা হয়েছে..... - মা তাহলে এই পশুর নাম কি? ~ এই পশুর নাম হচ্ছে রাজাকার পশু... অনেকে ছাগুও বলে থাকে... - মা ওরা কি হনুমানের মত বাদাম খায়.... ওদের বাদাম দেই ....। ~ না না ওরা বাদাম খায় না .. তবে শুনেছি ওরা কাঠাল পাতা খায় .। - মা কাঠাল পাতা তো নিয়ে আসি নি .... তাহলে কি খেতে দেবো ..। ~ কিছুই খেতে দিতে হবে না .. শুধু সামনে গিয়ে বলো, "তুই রাজাকার, তুই রাজাকার"!!! - ঠিক আছে মা তুমি এখানে দাড়াও আমি সামনে গিয়ে বলি ..""এই যে বুড়াবাবা তুমি কথা বলতে পারো.. তোমার খাচায় থাকতে লজ্জা লাগে না ... তুমি মানুষ মেরেছো কেন ... তুমি আমাদের দেশকে ভালবাসো না কেন .. তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে , আগে যদি জানতাম তুমি কাঠাল পাতা খাও তাহলে নিয়ে আসতাম .... SORRY, পরের বার কাঠাল পাতা নিয়ে আসবো....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।