আমাদের কথা খুঁজে নিন

   

আজ অমর কবি, গীতিকার, সুরকার রজনীকান্তের জন্ম বার্ষিকী।


আজ ক্ষনজন্মা অমিত প্রতিভার অধিকারী রাজশাহীর কবি গীতিকার, সুরকার রজনীকান্তের জন্ম বার্ষিকী। ১৮৬৫ সালের ২৬ শে জুলাই তাঁর জন্ম। পেশায় উকিল হলেও তাঁর অন্তরে সবসময় একজন সাহিত্যমনা মানুষ বাস করত। কবি নজরুলেরও তাঁর মত যে কোন পরিবেশে তৎক্ষনাৎ কবিতা ও গান লেখার বিরল ক্ষমতা ছিল। তাঁর লেখা কবিতা আমরা ছোটকালে অনেক পড়েছি কিন্তু খুব কম জনেই হয়ত জানি কবি পরিচিতি সম্বন্ধে।

যেমনঃ বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই আবার নদী কভু পান নাহি করে নিজ জল, তরু গণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান। । এছাড়াও তাঁর লেখা অসংখ্য গান আমরা হামেশাই গেয়ে ফিরি, যেমনঃ ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই, দীন দুঃখিনী মা যে তোদের, তার বেশী আর সাধ্য নাই। ’ তবে সব কিছুর ওপরে যে গানটি আমার মনে সবচেয়ে বেশী দাগ কাটে; শুধুমাত্র বিষয় বস্তুর কারণেই যে গানটি গাইলে বা শুনলে অধিকাংশ সময়েই নিজের অজান্তে গলা ভারী হয়ে আসে সেটি হচ্ছে; আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরো দাওনি ৷ যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাও নি ৷ তব আশিষ কুসুম ধরি নাই শিরে পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে ৷ তবু দয়া করে কেবলই দিয়েছো প্রতিদান কিছু চাওনি ৷ আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আশে সুধা পান করে মরি গো পিয়াসে, তবু যাহা চাই সকলি পেয়েছি তুমি তো কিছুই পাওনি ৷ আমায় রাখিতে চাহো গো বাধঁনে আঁটিয়া শতবার যাই বাঁধনও কাটিয়া ৷ ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি একপাও ছেড়ে যাও নি ৷ (গানটার লিঙ্ক ছিল ইস্নিপ্স এ, কিন্তু সেখানে ঢুকতে পারলাম না, তাই এই লিঙ্ক টা ট্রাই করতে পারেন Click This Link) রাজশাহী শহরে কবির বাড়িটির আজ ভগ্ন দশা। সাহেব বাজির বড় মসজিতের দক্ষিনে অবস্থিত জীর্ণশির্ণ বাড়িটি সংস্কারের কোন উদ্যোগ বা আগ্রহ কারো দেখা যায়না।

এখন সেখানে সোনালি ব্যাংক এর কর্পোরেট শাখা আছে। সকলের কাছে আকূল আবেদন, আমরা একটু উদ্যোগী হয়ে কিছুটা প্রচারণা করে কর্তপক্ষের দৃষ্টি আকর্ষন করে বাড়িটা রক্ষা করে সেখানে কবি রজনীকান্ত স্মৃতি জাদুঘর প্রতিষ্টা করতে পারি। বিরল প্রতিভাধর এই ক্ষণজন্মা ব্যক্তিত্ব মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বরে কোলকাতায় পরলোকগমন করেন। আজ তাঁর জন্মদিনে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা। আর অমর এই কবির প্রতি তাঁর গানের কথা দিয়েই তাঁকে যথোপযুক্ত সম্মান জানাবার নিজেদের অপারগতা প্রকাশ করি, "তবু যাহা চাই সকলি পেয়েছি তুমি তো কিছুই পাওনি।

" --------------------- ছবি ও লেখার বিষয় বস্তুর সূত্রঃ দৈনিক ইত্তেফাক, ২৪ শে জুলাই ২০০৯। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।