যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
কারণ জামাল ভাস্করের তখন জন্মদিনের ঘন্টা বাজবে। এর সম্ভবত ৩৫ বৎসর আগে তার জন্ম হয়েছিলো। যখন জন্মান তখন তার নাম পূর্ব নির্ধারিত ছিলো কিনা জানি না তবে কালক্রমে তিনি ভাস্কর হলেন। এবং আমার কাছে অবশ্যই একজন কবি পরিচয়ে সর্বাধিক প্রিয়রূপে।
কবিসুলভ কোন জীবনধারা তিনি যাপন করেন না।
বিশেষত আমার বেশীরভাগ পরিচিত কবিরা যেমন তাদের কবিত্বের গর্ভধারণে সবসময়ে উঁচু পেট নিয়ে ম্যাটারনাল লিভে থাকেন, তেমন একদমই নন ভাস্কর। প্রত্যাহিক জীবনে পুরোদস্তুর বাণিজ্যিক নির্মাতা। কিন্তু কবিতার সাথে বিরোধ ঘটেনি।
২০০৬ এর মাঝামাঝি কোন এক সময়ে যখন তিনি ব্লগের দলিলে সই করেন তারপর থেকে ম্যাসেঞ্জারে কথা হতো। সেসময়ে সমাজতান্ত্রিকদের কেন আওয়ামী লীগকে সাপোর্ট করা উচিত এমন বিষয় নিয়ে আলাপ করতাম।
তার ব্লগ বিষয়ক বিশ্লেষণ অনেক বেশী পরিচিত হলেও কবিতাগুলো আপদামস্তক ব্যতিক্রম মনে হতো। প্রিয় তো বটেই।
জামাল ভাস্কর আমার অন্যতম প্রিয় একজন বন্ধু। জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।