আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণতায় ঘেরা কিছু খুচরো পংক্তি

© এই খানে প্রকাশিত সকল লেখার এবং অন্যান্য হাবিজাবি সমুহের সর্বসত্ত্ব লেখকের...©

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ বিষণ্ণতার অধিগ্রহণ শুরু হয়েছে সরকারী নথিতে একে একে লেখা হয়ে যাচ্ছে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত সময় গুলো ঢেকে যাচ্ছে অধিভুক্ত শুণ্যতায়। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ কলাবউয়ের শরীরে জড়ানো লাজনম্র শাড়ি ভোরের স্নিগ্ধতাকে পাশ কাটিয়ে জেগে উঠেছে সদ্য স্নান শেষের মোহময়তা আদিগন্ত যে লালিমায় মেখে আছে আকাশের মঠ তারই কিছুটা ছড়িয়ে আছে গালের দু'পাশে ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ উদ্দাম জঙ্গলের গভীরে নির্বাক হেঁটে চলে গিয়েছে জলপশু ঘন সবুজের ভিতরে ক্রমান্বয় গাঢ় থেকে গাঢ়তর অন্ধকার দ্বিপ্রাহরিক রোদমুক্তি ঘেঁষে, অবিন্যস্ত শরীরাল্পনা জলপশু, ফিরে এসো খুঁজে দাও সময়ের সুপেয় জল জলপশু, ফিরে এসো শরীরে গড়ে তোলো মৃত্তিকার সুগন্ধ। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।