আমাদের কথা খুঁজে নিন

   

শুধুমাত্র মহিলাদের জন্য : পুরুষরা উঁকি না দিলেও চলবে

ব্লাডঃ এবি নেগেটিভ।
৪র্থ পর্ব আমি এখানে বাটিক-বুটিকের যাবতীয় খুঁটি-নাটি প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করেছি। বর্ণিত প্র্যাক্টিক্যাল কাজ গুলো নিজ দায়িত্বে করে নিবেন। আমাকে প্রয়োজন হলে বাসায় ছোলার ডাল, ভেড়ার গোস্ত আর পোলাও করে খবর দিবেন। ভেজিটেবল কালার- উপকরণ পিচ খয়ের ১.৫ তোলা/গজ পটাশিয়াম ১.৫ তোলা/গজ তুঁতে ২ চা চামচ/গজ প্রণালী- পরিমাণ মতো পানি একটা পাত্রে ফুটাতে হবে।

পানি ফুটলে খয়ের ও তুঁতে দিয়ে ওগুলো গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। গলে যাওয়ার পর পানিটা একটা প্লাস্টিক পাত্রে রেখে ঠান্ডা করুন। এবার অন্য একটি স্টীল বা এ্যলুমিনিয়াম পাত্রে পরিমাণ মতো ঠাণ্ডা পানি নিয়ে তাতে পটাশিয়াম গুলে রাখুন। মোম লাগানো শুকনা কাপড়টা প্রথমে খয়ের মিশ্রিত পাত্রে রেখে ৫ মিনিট পরে চিপে পটাশিয়াম মিশ্রিত পাত্রে ৫ মিনিট ডুবাতে হবে। এভাবে দুই মিশ্রণে ৫ মিনিট করে ১ ঘন্টা ডুবাতে হবে।

এবার কাপড়টা ঠাণ্ডা পানিতে ধুয়ে ছায়ায় শুকাতে হবে। পরে মোম উঠাতে হবে। মোম উঠানোর পদ্ধতি সামনে দেখুন। র‌্যাপিট কালার/ব্রাশ প্রিণ্ট- উপকরণ ক) এ্যালজিনেট গাম ১ চা চামচ খ) ইউরিয়া .৫ চা চামচ গ) খাবার সোডা .৫ চা চামচ ঘ) কাপড় কাচা সোডা .৫ চা চামচ ঙ) রঙ ২.৫ চা চামচ* চ) রেজি সল্ট ১ চা চামচ মিশ্রণ প্রণালী- এ্যালজিনেট গাম হালকা গরম পানিতে ভালোকরে গুলে নিন। পর্যায়ক্রমে গুলানো গাম + ইউরিয়া + সোডা + রঙ + রেজি সল্ট একের পর এক একত্রে মিশ্রণ করে নিন।

রেজি সল্ট সবার শেষে দিতে হবে। উক্ত মিশ্রণটি ব্লক বা ব্রাশ দিয়ে শুকনা কাপড়ে লাগাতে হবে। রঙ -এর মিশ্রণ- লাল + হলুদ = কমলা (১ চা চামচ + ১ চা চামচ) হলুদ + নীল = সবুজ (১ চা চামচ + .৫ চা চামচ) নীল + লাল = বেগুনী (.৫ চা চামচ + ১ চা চামচ) লাল + কমলা = ইট রঙ (১ চা চামচ + ১ চা চামচ) লাল + বেগুনী = আলতা (১ চা চামচ + .৫ চা চামচ) হলুদ + সবুজ = বাতাবী লেবু (.৫ চা চামচ + ১ চা চামচ) হলুদ + কমলা = বাসন্তী (সোনা রঙ) (১ চা চামচ + .২৫ চা চামচ) নীল + সবুজ = ময়ূর কন্ঠী (১ চা চামচ + ১ চা চামচ) নীল + বেগুনী = ধূসর (১ চা চামচ + .২৫ চা চামচ) লাল + ফিরোজা = মেরুণ (১ চা চামচ + ১ চা চামচ) লাল + নীল + হলুদ = চকোলেট (মেরুণ) (২ চা চাঃ ১ চা চাঃ + .৫ চা চাঃ) কমলা + সবুজ + বেগুনী = চকোলেট (মেরুণ) গোলাপী + ফিরোজা = মেরুণ কমলা + নীল / কালো = কফি (১ চা চামচ + .২৫ চা চামচ) লাল + কমলা = ডীপ লাল (১ চা চামচ + .৫ চা চামচ) (চলবে) (আগের পর্ব)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.