saving the world by sleeping
আপিসের বাইরে এই প্রথম লাঞ্চ খাইতে গেছিলাম আমার এক কলিগের লগে । ঐখানে আমরা একা ছিলাম না । আমাদের সাথে মাছিরাও লাঞ্চে যোগ দিয়াছিল । পানীয় হিসেবে ছিল সুইট এন্ড সোওর লাচ্ছি । যাই হোক খাওয়ার পর্ব শেষে যখন আবার কর্মস্থলে ফিরিবার উপক্রম করতেছিলাম, তখন যাত্রা পথে বিরতি নিলাম।
এই সেই বিখ্যাত বাড়ি । যেখানে একসময়ের দেশ কাপানো, রোমান্টিক, সাহসী, খ্যাতনামা নায়ক বাস করেন । অনেকদিনের খায়েশ ছিল উনার লগে দেখা করমু । এই বাড়ি আমার কলিগের আবিষ্কার । সে কোন পুষ্ট থিকা জানি এই জিনিস আবিষ্কার করছে ।
বর্তমানে এই বাড়ি ভাড়া পাওয়া যাইতেছে । প্রমাণ স্বরূপ এই দুইখানা ছবি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।