আমাদের কথা খুঁজে নিন

   

মাস্টারবেশন এ বিশ্ব রেকর্ড হচ্ছে ৯ঘন্টা ৫৮মিনিট

নিঃশ্বাসে বিশ্বাসে বাঙালী

মাস্টারবেশন- বাংলায় স্বমেহন, তবে প্রচলিত অর্থে হস্তমৈথুন। এ বিষয়ে বিশ্ব প্রতিযোগিতা হয়, এবং বর্তমান বিশ্ব রেকর্ড হচ্ছে ৯ঘন্টা ৫৮ মিনিট। টেনগা কোম্পানীর হস্তমৈথুন ডিভাইস ব্যবহার করে রেকর্ডধারী এই রেকর্ড করেছেন বলে জানা গেছে। খবর এখানেই শেষ, তবে পোষ্টটি কেন দিলাম সেটা বলি। ফ্রয়েডের মতে, প্রতিটি মানুষই (নারী-পুরুষ নির্বিশেষে) শৈশবে নিজের যৌণ অঙ্গ নিয়ে নাড়াচাড়া করে এবং কমবেশী হস্তমৈথুনের অভিজ্ঞতা লাভ করে।

হস্তমৈথুনের শারিরীক ও মানসিক, দুটি দিক রয়েছে। তবে ধর্মে সমগ্র বিষয়টিকেই অনৈতিক বলা হয়েছে। বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত এমনকি ইউরোপ-আমেরিকাতেও বিষয়টি ছিল সামাজিক ট্যাবু। অথচ এই শতকে এসে তা নিয়ে বিশ্ব প্রতিযোগিতা হচ্ছে এবং তার রেকর্ডের খবর ফলাও করে প্রকাশিত হচ্ছে পত্রিকায়! বর্তমানে হস্তমৈথুনকে নিরাপদ সেক্স ও স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর নয় বলে মনে করা হয়। বিশেষ করে অল্প বয়েসে বিবাহবহির্ভুত সেক্স ও প্রেগন্যান্সী, এইডস ও অন্যান্য যৌণ ব্যাধির সংক্রমন ইত্যাদি নানান সামাজিক সমস্যার কথা চিন্তা করে এ বিষয়টি পাশ্চাত্যের সমাজপতিরা উদার চোখে দেখছেন।

একটি রক্ষণশীল দেশের খবরঃ স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার জন্য আবেদন করেছেন, কারণ, বৈবাহিক সম্পর্কে স্বামী নাকি স্ত্রীর হাত ছাড়া আর কোন অঙ্গেই আগ্রহী ছিলেন না! এ বিষয়ে পোষ্টটি দিলাম, কারণ সামইন ব্লগে নবাগত হিসেবে দেখছি যে, ক্রমাণুসারে প্রথম পাতায় ভাল পোষ্টের সাথে সাথে এমন কিছু পোষ্ট আসে যা দেখে মনে হয়, ব্লগার যেন কম্পিউটারের সামনে বসে কি-বোর্ডে উপরোক্ত কর্মটিই করছেন (আর আমাদের তা দেখতে হচ্ছে)। কথাটা নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে বলা নয়, কেউ অফেন্ডেড হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। লিংক-১ Click This Link লিংক-২ http://www.tengaus.com/

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।