(প্রিয় টেক) মোবাইল ব্যাংকিংয়ের নামে ‘ঝুঁকিপূর্ণ’ লেনদেন হচ্ছে জানিয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে নিজস্ব অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট বা এজেন্টের মাধ্যমে অর্থ লেনদেন না করতে বলা হয়েছে। সংশোধিত নীতিমালায় একজন গ্রাহকের হিসাবে দৈনিক নগদ জমা সর্বোচ্চ পাঁচবার ও মাসে ২০ বার এবং দৈনিক নগদ উত্তোলন তিনবার ও মাসে ১০ বার নির্ধারণ করা হয়েছে। এছাড়া একজন গ্রাহক তার হিসাবে দৈনিক প্রতিবার ২৫ হাজার টাকা পর্যন্ত নগদ জমা ও উত্তোলন করতে পারবেন। তবে মাসিক ভিত্তিতে তিনি দেড় লাখ টাকার অধিক জমা বা উত্তোলন করতে পারবেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।