mojnu@ymail.com
একাডেমি এওয়ার্ড প্রাপ্ত হলিউড তারকা নিকল কিডম্যন সব সময়ই জনপ্রিয় এক আলোচ্য বিষয়। কিন্তু সামাজিক নেটওয়াকিং সাইট ফেসবুকেএবার তিনি আলোচিত হলেন ঘৃণিত অভিনেত্রি হিসেবে। ফেসবুক ইউজারদের ঘৃণার মাত্রা এতটাই বেশি যে তারা এন্টি-কিডম্যন ক্যাম্পিং-এ নেমে পড়েছেন। যে কয়টি গ্রুপ কিডম্যনকে নিশানা বানিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- ‘এম আই টেকিং পিল ওর ইজ নিকল কিডম্যন দি ওরসট অ্যকটর ইন দি ওয়াল্ড?’, ‘নিকল কিডম্যন ইজ শ্যতান’, অথবা সরাসরি ‘আই হেইট নিকল কিডম্যন’। এসব গ্রুপের বড় অংশই তাকে কখনও দেখেনি বা তার ব্যক্তিত্ব সম্পর্কে জানেনা।
নিউজ ডট কম ডট এউ এক প্রতিবেদনে জানায় এভি এরোনস্টান এবং জারোড নামক দুই ব্লগার তাদের ব্লগে লিখেছেন, “সে (কিডম্যন) স্বার্থপর এবং নোংড়া। তার সামপ্রতিক রোমান্টিক ছবি ‘আস্ট্রেলিয়া’-তে তার অভিনয় নিয়েও ফেসবুক ইউজাররা সাংঘাতিক সমালোচনা করে। যেখানে কেউ তাকে বলেছে ‘আইস কুইন’, আবার কেউ তার শিশু মসি-ককে দায়ী করেছে এ ধরনের বাজে অভিনয়ের জন্য।
কিডম্যন ঘৃনাকারী ব্লগাররা তার হাস্যোজ্জ্বল ছবিকে এমনভাবে এডিট করেছে যে তা দেখে মনে হয় তার বয়স ১০০ বছর। এমনকি ব্লগাররা কিডম্যনের নিষ্পাপ শিশু স্থানকেও রেহাই দেয়নি।
এসবের পরেও কিডম্যনের কাছের লোকেরা তাকে পরিশ্রমী নারী এবং সাধাসিধে মানুষ বলছেন এবং তার পাশে দাড়িয়েছে। তারা মনে করে পরিবারের প্রতি দায়িত্ববান এই অভিনেত্রি এসব উটকো সমালোচনা থেকে বহু দূরে রয়েছে।
সূত্র: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।